মানালির পাহাড়ি উপত‍্যকায় পরিবার-বন্ধুদের সঙ্গে পিকনিকের আয়োজন কঙ্গনার, ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তিনি ‘কুইন’। বলিউডে বলা যায় নিজের আলাদা একটি ব্র্যান্ড তৈরি করে নিয়েছেন তিনি। ঠিক ধরেছেন, বলি কুইন কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) কথাই বলা হচ্ছে। অভিনয়ে তাঁর প্রতিভা নিয়ে নতুন কিছু বলার নেই। কুইন, মণিকর্ণিকা, তনু ওয়েডস মনু, জাজমেন্টাল হ্যায় কেয়া একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন কঙ্গনা।
এর আগে অভিনয়ের আগেকার জীবন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পুরনো বন্ধুদের সঙ্গেও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে কঙ্গনাকে। এখন হিমাচল প্রদেশের মানালির নিজের পুরনো বাড়িতেই রয়েছেন তিনি। গোটা লকডাউনটাই সেখানে কাটিয়েছেন কঙ্গনা।

Kangana Ranaut at Ganpati puja 1 1366x768 1
এখনও মানালির পাহাড়ি উপত‍্যকায় পর্যটকদের আনাগোনা শুরু হয়নি। সেই সুযোগেরই সদ্ব‍্যবহার করলেন কঙ্গনা। পরিবার ও বন্ধুদের নিয়ে পাহাড়ের কোলে এক চড়ুইভাতির আয়োজন করলেন তিনি। দিদি রঙ্গোলি চান্দেল, বোনপো পৃথ্বীসহ পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে চুটিয়ে মজা করতে দেখা গেল অভিনেত্রী।
খোলা পাহাড়ি উপত‍্যকায় বসে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া, ছোটদের সঙ্গে খুনসুটি ও মনের আনন্দে ঘুরে বেড়ানো। দিব‍্যি ফুরফুরে মেজাজে ধরা দিলেন কঙ্গনা। মনের আনন্দে নাচ, দিদি রঙ্গোলির সঙ্গে পাহাড়ের ঢাল বরাবর ছুটে বেড়ানো, অভিনেত্রীকে দেখে তাঁর চেনা পরিচিত মেজাজের সঙ্গে মেলানো বেশ কঠিন।
কঙ্গনার টিমের তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। অনুরাগীরাও কঙ্গনার সারল‍্য দেখে প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, কঙ্গনা একজন তারকা, তাও তিনি একেবারে সাধারন মানুষের মতোই ব‍্যবহার করেন।

https://www.instagram.com/tv/CCNdhjzl5JR/?igshid=1q4hya31etdrz

এর আগে ছবিতে কলেজের বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছিল কঙ্গনাকে। ‘মিস ইভনিং’ এর খেতাব জেতা, বন্ধুদের সঙ্গে রাতে আড্ডা, খাবার খাওয়া সব মুহূর্তই উঠে এসেছিল ছবিগুলিতে।

https://www.instagram.com/p/CANrxTnlZ-W/?igshid=1xfsse3ylz997

প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার জন‍্য মাঝপথে পড়াশোনা ছেড়ে মুম্বই চলে এসেছিলেন কঙ্গনা। তাঁর এই সিদ্ধান্তে সায় ছিল না পরিবারের। জানা যায় মুম্বই এসেও খুব কষ্ট করে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর