বড় প্রোজেক্ট বাগালেন কঙ্গনা, এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে ‘কুইন’কে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জয়ললিতার পর এবার প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (prime minister) ইন্দিরা গান্ধীর (indira gandhi) চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। ইন্দিরা গান্ধীর লুকে নিজের একটি ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন খোদ কঙ্গনা। ছবিটা যে নিঃসন্দেহে কঙ্গনার কেরিয়ারে এক বড় মাইলফলক হবে তা স্বীকার করছেন ছবি সমালোচকরা।

ইন্দিরা গান্ধীর বেশে নিজের একটি ফটোশুট ও একটি প্রতিবেদনের ছবি টুইট করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এই ছবিটি আইকনিক মহিলাদের বিষয়ে আমার কেরিয়ায়ের শুরুর দিকে করা একটি ফটোশুট। তখন আমি ভাবতেও পারিনি যে একটা সময় আমি এই আইকনিক নেত্রীর চরিত্র করব বড়পর্দায়।’


কঙ্গনা আরো জানিয়েছেন, ছবির চিত্রনাট‍্য লেখার কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁর কথায়, এটা কোনো বায়োপিক নয়, বরং একটা পিরিয়ড ড্রামা যা বর্তমান প্রজন্মকে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থান বুঝতে সাহায‍্য করবে। একটি বইয়ের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। তবে বইটির নাম প্রকাশ করেননি কঙ্গনা।

ইন্দিরা গান্ধীর সময়ে দেশে জারি হওয়া জরুরি অবস্থা ও অপারেশন ব্লু স্টার উঠে আসবে এই ছবিতে। কঙ্গনা ছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে ছবিতে। পরিচালক সাঈ কবীর রয়েছেন ছবির কাহিনি ও স্ক্রিনপ্লে লেখার কাজে। সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রীর মতো চরিত্রদের দেখা যাবে ছবিতে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ধাকড়’ ছবির জন‍্য শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন কঙ্গনা। ধাকড় টিমের সঙ্গে মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও তাঁর অপর ছবি ‘তেজস’ এর জন‍্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন কঙ্গনা। ছবির স্ক্রিপ্ট দেখিয়ে কিছু বিশেষ অনুমতিও নেন তিনি।

প্রসঙ্গত, জানা গিয়েছিল গত ডিসেম্বরেই তেজস ছবির শুটিং শুরু করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। ভারতীয় বায়ুসেনার বিমান চালকের চরিত্রে অভিনয় করবেন তিনি। অপরদিকে ধাকড় ছবিতে একজন গুপ্তচর হিসাবে দেখা যেতে চলেছে কঙ্গনাকে।

সম্পর্কিত খবর

X