বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের শুরু থেকেই নিজের দেশের বাড়ি হিমাচল প্রদেশের মানালিতে (manali) রয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এবার পৈতৃক বাড়িতে যাওয়ার পথে রাস্তাতেই পাহাড়ের কোলে চড়ুইভাতিতে (picnic) মাতলেন তিনি।
সম্প্রতি মানালি থেকে মান্ডিতে নিজের পৈতৃক বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন কঙ্গনার। সেখানে যাওয়ার পথেই রাস্তায় খোলা প্রকৃতির মাঝে চড়ুইভাতিতে মাতলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা, দিদি রঙ্গোলি ও বোনপো পৃথ্বী। কঙ্গনার টিমের তরফে টুইটারে বেশ কিছু ছবি (photo) শেয়ার করা হয়েছে।
আদরের বোনপো পৃথ্বীর সঙ্গে খুনসুটিতে মাততেও দেখা গেল মাসি কঙ্গনাকে। সেই সঙ্গে মান্ডিতে অভিনেত্রীর মায়ের নিজে হাতে তৈরি বাগানের ভিডিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন তাঁর মা সংষ্কৃত শিক্ষিকা হলেও বাগান করতে ভালবাসেন। এই বাগানে প্রায় সব ধরনের শাক সবজির গাছ রয়েছে বলে জানিয়েছেন কঙ্গনা।
This is my ancestral house in Mandi, my mom was a Sanskrit teacher but at heart she was always a farmer, after her retirement she single handedly grows almost everything one might need in a kitchen, here’s a glimpse of her garden that feeds too
- KR pic.twitter.com/9ZayCYiKQz
— Kangana Ranaut (@KanganaTeam) August 12, 2020
প্রসঙ্গত, এর আগেও পরিবার ও বন্ধুদের নিয়ে পাহাড়ের কোলে এক চড়ুইভাতির আয়োজন করেছিলেন কঙ্গনা। দিদি রঙ্গোলি চান্দেল, বোনপো পৃথ্বীসহ পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
Kangana enjoying some family time with Prithavi today, on her way to her parents house in Mandi
Courtesy- @rangoli_r_chandel Instagram pic.twitter.com/4XCjNM8Ani— Kangana Ranaut (@KanganaTeam) August 11, 2020
https://www.instagram.com/p/CDvqsCChXkd/?igshid=sp5pgiqau9u9
খোলা পাহাড়ি উপত্যকায় বসে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া, ছোটদের সঙ্গে খুনসুটি ও মনের আনন্দে ঘুরে বেড়ানো। মনের আনন্দে নাচ, দিদি রঙ্গোলির সঙ্গে পাহাড়ের ঢাল বরাবর ছুটে বেড়ানো, অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। দিব্যি ফুরফুরে মেজাজে ধরা দিয়েছিলেন কঙ্গনা।