নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা, কংগ্রেসের টুলকিটের ছবি ফাঁস করলেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন আগেই। তার পরপরই ইনস্টাগ্রামে ঘাঁটি গেড়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। সদ‍্য করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। আর সুস্থ হয়েই আবারো এক বোমা ফাটালেন অভিনেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরুদ্ধে দেশবাসীকে উসকানোর জন‍্য কংগ্রেসের (congress) বানানো টুলকিট (toolkit) প্রকাশ‍্যে নিয়ে এলেন কঙ্গনা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক বিষ্ফোরক দাবি করেছেন কঙ্গনা। রাহুল গান্ধী তথা কংগ্রেসের বানানো টুলকিটের ছবি ফাঁস করেছেন অভিনেত্রী। প্রমাণ হিসাবে টুলকিটের কয়েকটি পৃষ্ঠার ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। তিনি আরো লিখেছেন, ‘ওদের খেলাটা দেখুন আর তাদের খুঁজে বের করুন যারা এই মহামারির মধ‍্যে দেশে সন্ত্রাস সৃষ্টি করতে ওদের সাহায‍্য করেছে।’

kangana 2
মঙ্গলবার সকালেই করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন কঙ্গনা। কিন্তু কিভাবে তিনি সুস্থ হলেন তা জানাতে রাজি নন কাউকে। কারণ অভিনেত্রীর বক্তব‍্য, করোনার বিরুদ্ধে খারাপ কিছু বললে কোভিড ফ‍্যান ক্লাবের সদস‍্যরা নাকি ক্ষুব্ধ হতে পারেন। এমন ফ‍্যান ক্লাবের হদিশ নাকি খুঁজে পেয়েছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ার পরেই সারা বিশ্ব তছনছকারী করোনাকে সাধারন ফ্লু বলেছিলেন কঙ্গনা। সংবাদ মাধ‍্যম একে নিয়ে বেশি মাতামাতি করছে, এমনটাই ছিল অভিনেত্রীর বক্তব‍্য। আর তার জেরেই ব‍্যান হয় কঙ্গনার সেই পোস্ট। এই বিষয়ে বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘টুইটারে সন্ত্রাসবাদী ও সাম‍্যবাদীদের সহানুভূতি দেওয়া হয় শুনেছিলাম কিন্তু কোভিড ফ‍্যান ক্লাব, দারুন। দুদিন হয়েছে ইনস্টাতে কিন্তু মনে হয় না এক সপ্তাহও টিকব।’

Screenshot 2021 05 18 20 47 51 943 com.instagram.android
তাঁর পোস্ট ডিলিট করায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে তুলোধনা করেছেন কঙ্গনা। তাঁর মতে, ইনস্টাগ্রাম অত‍্যন্ত আত্মকেন্দ্রিক একটি প্ল‍্যাটফর্ম। কোনোদিনই ইনস্টাগ্রাম পছন্দ ছিল না তাঁর। এখানেও যদি তিনি ব‍্যান হয়ে যায় তাহলে সেটা গর্ব হিসাবেই নেবেন বলে মন্তব‍্য করেন কঙ্গনা।

করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘কোনো ধারনাই ছিল না আমার শরীরে এই ভাইরাস পার্টি করছিল এতদিন। এখন একে ধ্বংস করে দেব আমি। নিজের উপর শক্তি ফলাতে দিও না কাউকে। ভয় পেলে ভয় আরো জাঁকিয়ে বসবে। আসুন এই করোনাকে ধ্বংস করে ফেলি। এটা পাতি ফ্লু ছাড়া কিছুই না যা বেশি মনোযোগ পেয়ে গিয়েছে আর এখন কিছু মানুষকে ভয় দেখাচ্ছে। হর হর মহাদেব‌।’

Niranjana Nag

সম্পর্কিত খবর