‘আদর্শ নাগরিক’ হওয়ার জন‍্য পদ্মশ্রী পেলেন কঙ্গনা, বললেন, এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পদ্মশ্রী সম্মানে (padmashree award) সম্মানিত হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। সোমবার রাষ্ট্রপতি ভবনে সম্মানিত করা হয় পদ্ম পুরস্কার প্রাপকদের। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সম্মান গ্রহণ করেন অভিনেত্রী। আপ্লুত কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বার্তা দিয়েছেন অনুরাগীদের।

ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, এর আগে বহুবার অভিনেত্রী হিসেবে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। কিন্তু এই প্রথম বার একজন ‘আদর্শ নাগরিক’ হওয়ার জন‍্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন তিনি। অভিনেত্রী বলেন, অনেক ছোট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। কিন্তু প্রথমেই সাফল‍্য পাননি। আট দশ বছর পর কাঙ্খিত সাফল‍্য আসে।


কিন্তু সেই সাফল‍্যের স্বাদ নেননি কঙ্গনা। বরং তাঁর চোখে যেগুলো খারাপ মনে হয়েছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ছবিতে আইটেম নাম্বার প্রত‍্যাখ‍্যান করেছেন। বড় বড় নায়কদের ছবি, বড় পরিচালক প্রযোজকদের ছবি প্রত‍্যাখ‍্যান করেছেন তিনি। যখন দেশপ্রেম বুঝতে শিখেছেন তখন জিহাদি, খালিস্তানিদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। অনেক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

কঙ্গনার কথায়, টাকার থেকে শত্রু বেশি রয়েছে তাঁর। অনেকেই তাঁকে প্রশ্ন করেন, এসব করে কী পান তিনি। তাদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, “আজ যে আমি পদ্মশ্রী সম্মান পেয়েছি এটা অনেকের মুখ বন্ধ করবে। এর জন‍্য মন থেকে এই দেশকে ধন‍্যবাদ।”

https://www.instagram.com/tv/CWAeiqRFUty/?utm_medium=copy_link

কিছুদিন আগেই সেরা অভিনেত্রীর জন‍্য জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। এ ছাড়াও গায়ক আদনান সামি, একতা কাপুরও পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন করন জোহরও। এবারে ১০২ জন পেয়েছেন পদ্মশ্রী। ১০ জন পেয়েছেন পদ্মভূষণ এবং ৭ জন পেয়েছেন পদ্ম বিভূষণ।

সম্পর্কিত খবর

X