বাংলাহান্ট ডেস্ক: কৃষি আইন (farmers law) প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনেই আন্দোলনরত কৃষকদের (farmers protest) জন্য এই সুখবর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের যে তিনটি কৃষি আইন নিয়ে এত বিতর্ক, এতদিনের আন্দোলন সেই আইন এতদিনে প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন অধিবেশনেই আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে। আন্দোলনরত কৃষকদের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, আন্দোলন বন্ধ করতে।
ঘোষনা নিয়ে ইতিমধ্যেই কৃষকদের মধ্যে বিজয় উৎসব শুরু হলেও তেলেবেগুনে জ্বলে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। ইস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘দুঃখজনক, লজ্জাজনক এবং সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের বদলে যদি পথের মানুষরাই আইন বানাতে শুরু করে তাহলে এটাও জিহাদি দেশ। সকলকে অভিনন্দন যারা এমনটা চেয়েছিলেন’।
প্রথম থেকেই কৃষি আইনের পক্ষে ছিলেন কঙ্গনা। কৃষক আন্দোলনের বিরুদ্ধে বহু বার সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। কৃষক আন্দোলনলন ইস্যুতে মার্কিনি পপ গায়িকা রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি।
তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘কেউ এই বিষয়ে কথা বলছে না কারণ ওরা কৃষক নয়, সন্ত্রাসবাদী যারা ভারতকে ভাগ করতে চায়। যাতে চিন আমাদের দুর্বল ভগ্ন দেশকে অধিকার করে আমেরিকার মতো চিনা কলোনি বানাতে পারে। বোকার মতো কথা না বলে বসে থাকো। তোমাদের মতো আমরা আমাদের দেশকে বেচব না।’
লালকেল্লায় আন্দোলনরত কৃষকদের জোর করে প্রবেশ ও কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা। তাঁর আক্রমণের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্ঝের মতো তারকারা।
কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও এই পদক্ষেপটা একেবারেই মেনে নিতে পারছেন না কঙ্গনা। তবে কৃষি আইন প্রত্যাহারে খুশি সোনু সূদ, তাপসী পন্নু, রিচা চাড্ডারা। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন তাঁরা।