একই ছাদের তলায় শাহিদের সঙ্গে রাত কাটানো! ‘হাঁপিয়ে উঠেছিলাম’, জানালেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat)। কারণ তিনি স্পষ্টবাদী। নিজের আলটপকা মন্তব‍্যের জন‍্য প্রায়ই বিতর্কে জড়াতে হয় তাঁকে। কিন্তু তাই বলে মুখ বন্ধ করেন না কঙ্গনা। তাঁর ব‍্যাড বুকে বলিউডের বহু তারকাই রয়েছেন। তাঁদের মধ‍্যে একজন শাহিদ কাপুর (shahid kapoor)।

একটি মাত্র ছবিতেই একসঙ্গে অভিনয় করেছেন কঙ্গনা ও শাহিদ। আর তাতেই অভিনেত্রী বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন। শাহিদের সঙ্গে নাকি থাকাই যায় না! একবার একই কটেজে রাত কাটিয়েছিলেন তাঁরা। সে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা জানান, সেটা নাকি দুঃস্বপ্নের মতো।

Bollywood celebs covid registration
২০১৭ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহিদ ও কঙ্গনা। গুঞ্জন শোনা যায়, দুজনের অফস্ক্রিন রসায়ন নাকি একেবারেই ভাল ছিল না। শুটিংয়ের সময়েই নাকি দুজনের মধ‍্যে বিবাদ শুরু হয়‌। বিষয়টা নিয়ে শাহিদ কখনো মুখ না খুললেও চুপ থাকেননি কঙ্গনা।

এক সাক্ষাৎকারে শুটিংয়ের সময়কার একটি ঘটনার কথা জানান কঙ্গনা। নির্জন জায়গায় শুটিং করছিলেন তাঁরা। শুধুমাত্র কয়েকটি কটেজ ছিল সেখানে। সেগুলোই টিমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শাহিদ কঙ্গনা। অভিনেত্রী জানান, প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙত ভয়ঙ্কর আওয়াজে।

সক্কাল সক্কাল স্পিকারে জোরে হিপ হপ, টেকনো গান চালিয়ে দিয়ে শরীরচর্চা করতেন অভিনেতা। কঙ্গনা বলেন, “আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে অন‍্য কোথাও যেতে চাইছিলাম। শাহিদের সঙ্গে এক কটেজে থাকা দুঃস্বপ্নের সমান।”

অবশ‍্য অফস্ক্রিন রসায়নের মতো দুজনের অনস্ক্রিন রসায়নও যে খুব একটা ভাল ছিল এমন নয়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল রেঙ্গুন। ওই ছবির পর আর কখনো একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি শাহিদ ও কঙ্গনাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর