ভারতে রাষ্ট্রবাদীদের টুইটার অ্যাকাউন্ট ব‍্যান করে দেওয়া হয়, টুইটার বয়কট করুন, ডাক কঙ্গনা রানাওয়াতের

বাংলাহান্ট ডেস্ক: রঙ্গোলি চান্দেলের (rangoli chandel) টুইটার হ‍্যান্ডেল বন্ধ করে দেওয়া নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। মানালির বাড়ি থেকে একটি ভিডিওর বার্তার মাধ‍্যমে তিনি সাফ জানালেন, সুজান খানের বোন রঙ্গোলির বক্তব‍্যকে ভুল ভাবে পেশ করছে। তিনি কোনও রকম ধর্মীয় বিভাজন, হিংসা ছড়ানোর চেষ্টা করেননি।

rangoli chandel Kangana ranaut
ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, “আমার দিদি রঙ্গোলি বলেছেন, যারা চিকিৎসক , পুলিসদের ওফর আক্রমণ করেছেন তাদের গুলি করে মেরে দেওয়া উচিত। তিনি মুসলিম গণহত‍্যার কথা একবারও বলেননি। যদি তাঁর এমন কোনও টুইট পাওয়া যায় তাহলে আমি ও রঙ্গোলি প্রকাশ‍্যে ক্ষমা চাইব। কিন্তু ফারাহ আলি খান ও রিমা কাগতি অভিযোগ করেছেন রঙ্গোলি মুসলিমদের সম্পর্কে এই কথা বলেছেন। তাহলে কি তারা এটা ভাবছেন মুসলিম মানেই সন্ত্রাসবাদী? আমরা কিন্তু এমনটা মনে করিনা।”
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এদেশে টুইটার বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি। সেই সঙ্গে ববিতা ফোগাটের সুরক্ষাও প্রার্থনা করেন। তিনি বলেন, রাষ্ট্রবাদী কথা বললেই আক্রমণের নিশানা হতে হচ্ছে মানুষকে।
প্রসঙ্গত, জামাতিদের বিরুদ্ধে হিংসা ও ঘৃণা ছড়ানোর পোস্ট করায় বহু তারকা একযোগে অভিযোগ করেন রঙ্গোলির বিরুদ্ধে। সেই কারণেই কঙ্গনার দিদির বিরুদ্ধে পদক্ষেপ নেয় টুইটার। ১৫ এপ্রিল রঙ্গোলি তাঁর টুইটে লেখেন, করোনায় মৃত এক তবলিগী জামাত সদস‍্যের পরিবার পুলিস ও চিকিৎসকদের ওপর আক্রমণ চালান। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কোনও তথ‍্য দেননি তিনি।

 

রঙ্গোলি লেখেন, ‘এই মোল্লা ও সেকুলার মিডিয়াদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত। আমাদের নাৎসি তকমা দিলেও কিছু যায় আসে না।’ প্রায় ২০০০ বার শেয়ার করা হয় এই টুইট।

উল্লেখ‍্য, একজন জামাত সদস‍্যের বাড়ি যায় মেডিক‍্যাল টিম। তাদের ওপর পাথর ছোঁড়ে জামাতিরা। এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন রঙ্গোলি। এরপরেই বহু টুইটার ব‍্যবহারকারী সমালোচনার ঝড় তোলে রঙ্গোলির বিরুদ্ধে। জুয়েলারি ডিজাইনার ফারাহ খান FIR দাবি করেন রঙ্গোলির বিরুদ্ধে। ‘গণহত‍্যা’কে উস্কানি দেওয়া হচ্ছে বলে সাংবাদিক স্বাতী চতুর্বেদীও তাঁর অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জানান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর