নিজেদের বিয়ে নিয়ে মিথ‍্যে বলেছিলেন বাবা-মা, বিষ্ফোরক অভিযোগ কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত সক্রিয় থাকেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। নিজের পারিবারিক টুকটাক বিষয় থেকে শুরু করে শুটিং জীবনের নানান বিষয়ও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। পাশাপাশি প্রায় সমস্ত রকম বিষয় নিয়েই নিজের মতামত জাহির করতেও সিদ্ধহস্ত কঙ্গনা। এর জেরে মাঝে মাঝেই বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

তবে এবারে কোনো বিতর্ক নয়। বরং পারিবারিক এক গল্প শেয়ার করেছেন কঙ্গনা। বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁদের মিষ্টি প্রেমের কাহিনি বর্ণনা করেছেন তিনি। বাবা মায়ের বিয়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন কঙ্গনা। তবে তাঁর অভিমান, বাবা মা তাঁদের বিয়ে নিয়ে মিথ‍্যে কথা বলেছিলেন কঙ্গনাকে।


অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমাদের মা বাবার বিবাহ বার্ষিকী। কিন্তু ছোট বেলায় আমাদের মিথ‍্যে বলা হয়েছিল যে ওদের অ্যারেজ ম‍্যারেজ হয়েছিল‌। পরে দিদা আমাদের জানায় যে ওদের রীতিমতো অ্যাফেয়ার ছিল। কলেজ থেকে ফেরার সময় এক বাস স্ট‍্যান্ডে বাবা প্রথম মাকে দেখেছিল। তারপর থেকে প্রতিদিন ওই বাসটাই ধরত যতদিন না মা বাবাকে খেয়াল করল।’

কঙ্গনা আরো লেখেন, ‘যখন বাবা মাকে বিয়ের প্রস্তাব দিল দাদু সেই প্রস্তাব নাকচ করে দেন কারণ বাবার তখন তেমন পরিচয় ছিল না। মার জন‍্য সরকারি চাকরি ওয়ালা এক পাত্র ঠিক করেন দাদু। মা দাদুর খুব প্রিয় ছিলেন ও তাঁকে গুড্ডি বলে ডাকতেন। কিন্তু মা সব কিছুর বিরুদ্ধে লড়াই করে দাদুকে রাজি করেছিলেন। তার জন‍্য ধন‍্যবাদ, শুভ বিবাহ বার্ষিকী।’

https://www.instagram.com/p/CN1jA-VB3WT/?igshid=26h8pwvl92vn

এর আগে কঙ্গনা বলেছিলেন, দিদি রঙ্গোলি চান্দেলের জন্মের প‍র ফের কন‍্যাসন্তানের জন্ম হওয়ায় বেশ হতাশ হয়েছিলেন তাঁর বাবা মা, এমনটাই জানান কঙ্গনা।

https://www.instagram.com/p/CN1sIUkBRhA/?igshid=dkhm8an350yp

নিজের ছোট বেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার জন্মমাস, বড় হতে হতে ঠাকুমাদের মুখে শুনেছি একজন মেয়ের পর আবার এক কন‍্যাসন্তানের জন্ম হওয়ায় সবাই হতাশ হয়েছিলেন। কিন্তু কেউ অতটা মনে করেননি কারণ আমাকে দেখতে খুব সুন্দর ছিল ও আমাকে বিয়ে দেওয়া নিয়ে সমস‍্যা হত না। ওঁরা সবাই হাসত কিন্তু আমার মন প্রতিবারে ভেঙে যেত।’

কঙ্গনা আরো লেখেন, ইতিহাস সাক্ষী রয়েছে যে ব‍্যতিক্রমী মানুষরাই অসাধ‍্য সাধন করেছে তাদের পরিবার বা সমাজ প্রত‍্যাখ‍্যান করেছে। তাই বাধা বিপত্তি সবই অর্থবহ।

Niranjana Nag

সম্পর্কিত খবর