‘ভারতে সাধু হত‍্যার সময় সকলে চুপ ছিলেন কেন?’, আমেরিকায় ‘কৃষ্ণাঙ্গ হত‍্যা’ নিয়ে সরব বলিউডকে খোঁচা কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তিনি ‘কুইন’। বলিউডে বলা যায় নিজের আলাদা একটি ব্র্যান্ড তৈরি করে নিয়েছেন তিনি। ঠিক ধরেছেন, বলি কুইন কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) কথাই বলা হচ্ছে। অভিনয়ে তাঁর প্রতিভা নিয়ে নতুন কিছু বলার নেই। কুইন, মণিকর্ণিকা, তনু ওয়েডস মনু, জাজমেন্টাল হ্যায় কেয়া একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন কঙ্গনা।
ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ বলেই বেশি পরিচিত কঙ্গনা। উপযুক্ত কথাটা বলতে কখনওই ভয় পেয়ে পিছিয়ে আসেন না তিনি। এর জন‍্য বিতর্কের মুখেও কম পড়তে হয়নি তাঁকে। ফের একবার লাইমলাইটে উঠে এসেছেন কঙ্গনা। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত‍্যার ঘটনায় মুখ খুলেছেন তিনি। তবে অন‍্যান‍্যদের মতো ওই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ না করে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেছেন, ভারতে সাম্প্রতিক সাধু হত‍্যার সময় সবাই চুপ কেন ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক শ্বেতাঙ্গ পুলিসকর্মী শ্বাসরোধ করে হত‍্যা করেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। এই ঘটনায় এখন উত্তাল হয়ে রয়েছে বিশ্ব। আমেরিকায় চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের আঁচ লেগেছে ভারতেও। বলি তারকাদের দেখা গিয়েছে ফ্লয়েডের হত‍্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে, বর্ণবিদ্বেষ নিয়ে সোচ্চার হতে।

KanganaRanaut 0
কিন্তু এই প্রসঙ্গে বলি তারকাদের উলটো পথে হেঁটেছেন কঙ্গনা। তাঁর মতে বেশিরভাগ তারকাই বিষয়টাকে না জেনে বুঝেই সমর্থন করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফ্লয়েডের হত‍্যাকে ভারতে ঘটে যাওয়া সাধু হত‍্যার ঘটনার সঙ্গে তুলনা করে সওয়াল করেন সেই সময়ে কেউ কিছু বললেন না কেন। তিনি আরও অভিযোগ করেন, সাধু হত‍্যার ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে যেখানে বেশিরভাগ তারকারা থাকেন।
অভিনেত্রী বলেন, এটা খুব লজ্জার কথা। বলিউড তারকারা শুধুই হলিউডের নকল করতে চান। ২ মিনিটের জন‍্য সকলেই বিখ‍্যাত হতে চান। কঙ্গনা আরও বলেন, শ্বেতাঙ্গদের গোলামি করার অভ‍্যাস এদের এখনও যায়নি। পরিবেশবিদ ভারতেও অনেকে রয়েছেন যারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করছেন। পদ্মশ্রীও পেয়েছেন তাঁরা। কিন্তু তাদের সমর্থন না করে বলি তারকারা একজন শ্বেতাঙ্গ বিদেশী মহিলাকে সমর্থন করেন।
প্রসঙ্গত, শেষবার কঙ্গনাকে দেখা গিয়েছিল রিচা চাড্ডার সঙ্গে পাঙ্গা ছবিতে। এরপর থালাইভি ও তেজস ছবিতে অভিনয় করবেন তিনি। লকডাউনের আগে থেকেই নিজের জন্মস্থান হিমাচল প্রদেশে রয়েছেন কঙ্গনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর