বাংলাহান্ট ডেস্ক: সুদূর হিমাচল থেকে উঠে এসে আজকের বলিউডের রানি হয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। তথাকথিত ‘আউটসাইডার’ যাদের সপক্ষে চিরকাল সুর চড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, একসময় তিনিও ছিলেন ওই দলেই। ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও সম্পূর্ণ নিজের চেষ্টায় আজ বলিউডে আধিপত্য বিস্তার করেছেন কঙ্গনা।
কিন্তু নিজের শিকড়কে ভোলেননি অভিনেত্রী। সময় সুযোগ পেলেই পাড়ি দেন নিজের জন্মভূমি হিমাচল প্রদেশে। কর্মসূত্রে কঙ্গনা মুম্বইতে থাকলেও তাঁর পরিবার এখনো থাকে হিমাচলেই। কাজ থেকে ছুটি নিয়ে প্রায়ই সেখানে গিয়ে সময় কাটান কঙ্গনা। গত বছর লকডাউনের পুরো সময়টাই নিজের হিমাচল প্রদেশের বাড়িতে কাটিয়েছিলেন অভিনেত্রী।
সে সময় স্মৃতি ঘেঁটে বেশ কিছু পুরনো ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা। স্কুল কলেজের সময়কার পুরনো কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। এবার ফের আরো কয়েকটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন কঙ্গনা। স্কুলে পড়ার সময়কার দুটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/CUQNHl0MtGo/?utm_medium=copy_link
একটি ছবিতে স্কুলের ইউনিফর্ম পরা ছোট্ট কঙ্গনাকে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘উপত্যকায় হিল ভিউ নামে একটি ছোট স্কুল। ১৯৯৮ সাল, হিমাচল প্রদেশ।’ অপর ছবিতে দেখা যাচ্ছে বৈষ্ণোদেবীর সামনে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট কঙ্গনা। পরনে তাঁর গোলাপি সবুজ লেহেঙ্গা চোলি। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আরো একটি রত্ন খুঁজে পেলাম। স্কুল পিকনিকের ছবি এটা, একটি মন্দির চত্বরে। জয় মাতা দি।’ কঙ্গনার ছোট বেলার ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
https://www.instagram.com/p/CUQP5K6M3b5/?utm_medium=copy_link
এর আগে কলেজ জীবনের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা। সব ছবিই ২০০৩ সালের। তখন চণ্ডীগড়ের DAV 15 গার্লস স্কুলে পড়তেন কঙ্গনা। ছবিতে কলেজের বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে কঙ্গনাকে। ‘মিস ইভনিং’ এর খেতাব জেতা, বন্ধুদের সঙ্গে রাতে আড্ডা, খাবার খাওয়া সব মুহূর্তই উঠে এসেছে ছবিগুলিতে।
অভিনেত্রীর ঠোঁটকাটা স্বভাব দেখে অনেকেই বহুবার দাবি করেছেন, তাঁর বন্ধুবান্ধব না থাকার সম্ভাবনা প্রবল। এই ছবিগুলিই প্রমাণ করে দিচ্ছে যে তাদের এই দাবি আদৌ সত্যি নয়। প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে মুম্বই চলে এসেছিলেন কঙ্গনা। তাঁর এই সিদ্ধান্তে সায় ছিল না পরিবারের। জানা যায় মুম্বই এসেও খুব কষ্ট করে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।