ভারতের প্রথম জাতীয় সঙ্গীতের ভিডিও শেয়ার করলেন কঙ্গনা, নেটিজেনদের দাবি ‘ভুল তথ‍্য দিচ্ছেন’

বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল প্রজাতন্ত্র দিবস। গণতন্ত্রের উদযাপনে ভারতবাসীকে শুভেচ্ছা জানানোর আগেই একটি ভিডিও শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ভারতের প্রথম জাতীয় সঙ্গীতের ভিডিও শেয়ার করেছেন তিনি, যা নিয়ে শোরগোল পড়েছে নেটমাধ‍্যমে।

সোশ‍্যাল মিডিয়ায় একটি সাদা কালো ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই দেখা যায় একটি লাল রঙের পতাকা। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রামের একের পর এক ভিডিওর সঙ্গে শোনা যায় ‘জনগণমন’ গান। ক‍্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘আমাদের প্রথম জাতীয় সঙ্গীত। উপভোগ করুন। সকলকে আগাম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।’

kangana ranaut richest person by the age of 50 main
ভিডিওটি শেয়ার করতেই নানান প্রতিক্রিয়া আসতে শুরু করেছে নেটিজেনদের তরফে। কেউ কেউ দাবি করেছেন, কঙ্গনা ভুল তথ‍্য দিচ্ছেন। এটা স্বাধীন ভারতের প্রথম জাতীয় সঙ্গীত নয়। ইতিহাসকে বিকৃত করছেন অভিনেত্রী। আবার অনেকে এই ভিডিওটির জন‍্য কঙ্গনাকে প্রশংসাও করেছেন।

https://www.instagram.com/tv/CZJSFJ0o4FR/?utm_medium=copy_link

অভিনয় জগতের মানুষ হলেও বরাবরই রাজনীতিটা বেশ ভালোই বোঝেন কঙ্গনা রানাওয়াত। কেন্দ্র তথা রাজ‍্য রাজনীতি নিয়ে প্রায়ই মতামত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বাংলার রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরুদ্ধেও একাধিক বার কটাক্ষ শানাতে দেখা গিয়েছে কঙ্গনাকে।

প্রসঙ্গত, এই মুহূর্তে তেজস ও ধাকড় ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন কঙ্গনা। এছাড়াও একটি ছবিও পরিচালনা করছেন তিনি। ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভনীত কউরকে। সব মিলিয়ে বেশ ব‍্যস্ত সময় কাটছে কঙ্গনার।


Niranjana Nag

সম্পর্কিত খবর