যারা গন্ডগোল করছে তাদের সন্ত্রাসবাদী বলতে এত ভয় কেন? ভারতীয় ক্রিকেটারদের তোপ কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: ভারতের কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসেছে বলিউড তথা ক্রিকেট তারকারা। মার্কিন গায়িকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলন নিয়ে সরব হতেই সোশ‍্যাল মিডিয়ায় আচমকা সক্রিয় হয়ে উঠেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মারা (rohit sharma)। ভারতের বিরুদ্ধে কোনো রকম প্রোপাগান্ডায় কান না দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

এর আগেই রিহানা ও দিলজিতের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। এবার ক্রিকেটার রোহিত শর্মা তথা ভারতীয় ক্রিকেট তারকাদের একহাত নিলেন তিনি। ভারত বিরোধী প্রোপাগান্ডায় কান না দেওয়ার আবেদন করে টুইট করেন শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বিরাট কোহলিরা।


তাঁদের সুরেই সুর মিলিয়ে রোহিত শর্মা লেখেন, ‘আমরা সকলে একত্র হলেই ভারত শক্তিশালী হয় এবং এই মুহূর্তে একটা সমাধান খোঁজাই সবথেকে বেশি দরকার। দেশের হিতের জন‍্য কৃষকেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি সমস‍্যার সমাধানে সবাই নিজের দায়িত্ব পালন করবে।’

তবে রোহিতের টুইট খুব একটা মনে ধরেনি কঙ্গনার। পালটা তোপ দেগে তিনি মন্তব‍্য করেছেন, নিজেদের ভালর জন‍্য যে আইন তার বিরুদ্ধে কৃষকেরা যাবে কেন? সন্ত্রাসবাদীরাই যত গন্ডগোল পাকাচ্ছে। সেটা বলতে এত ভয় কেন? প্রশ্ন তুলেছেন কঙ্গনা।

kngsss
সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে সরব হওয়ায় কৃতজ্ঞতাস্বরূপ তাঁকে নিয়ে একটি গানও গেয়ে ফেলেছেন দিলজিৎ। আর তা নিয়েও কটাক্ষ করতে বাকি রাখেননি কঙ্গনা। দিলজিৎও এই সুযোগে দুটাকা কামিয়ে নিতে চান, এমনি মন্তব‍্য করেছেন অভিনেত্রী। এরপরেই ফের শুরু হয় দুজনের টুইট যুদ্ধ।

কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলায় আগেই সোশ‍্যাল মিডিয়ায় রিহানাকে তুলোধনা করেছেন অভিনেত্রী। তাঁকে ‘পর্ন গায়িকা’ বলে কুৎসিত আক্রমণ শানান তিনি। অভিনেত্রী মন্তব‍্য করেন, রিহানা সুনিধী চৌহান ও নেহা কক্করের মতোই একজন গায়িকা। শুধু তিনি গান গাওয়ার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেন ও ক‍্যামেরার সামনেই গোপনাঙ্গ প্রদর্শন করেন। এছাড়া আর বিশেষ কিছুই নেই রিহানার মধ‍্যে।

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরো লেখেন, ‘আমাদের অন্তর্বর্তী বিষয় নিয়ে টাকা খেয়ে এই মার্কিন পর্নস্টারদের মতামত শুনে যারা উত্তেজিত হচ্ছেন, ৯৯ শতাংশ ভারতীয়রা আমেরিকানদের জীবনযাত্রা পছন্দ করেন না। অন‍্যতম অহঙ্কারী, অর্থ নিয়ে ভাবা একটা সমাজ।’

Niranjana Nag

সম্পর্কিত খবর