আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে : সোজাসুজি উদ্ভব ঠাকরেকে বললেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: এবার সরাসরি মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (uddhav thackeray) বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। মুম্বই ফিরেই এক ভিডিও (video) বার্তায় সরাসরি উদ্ধব ঠাকরেকে তোপ দেগে অভিনেত্রী বলেন, আজ তাঁর ঘর ভেঙেছে কাল ঠাকরের অহঙ্কার ভাঙবে।

মুম্বইতে কঙ্গনা পা রাখার আগেই বিএমসির তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিস। শিবসেনার বিরুদ্ধে মুখ খোলাতেই এই পরিণতি বলে মনে করছে নেটজনতার একাংশ। তবে বিএমসির বক্তব‍্য, বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল কঙ্গনার অফিসের কিছু অংশ।

kangana ranaut 1200 1
মুম্বই ফিরে সাধের অফিসের এই হাল দেখে রীতিমতো ক্ষুব্ধ কঙ্গনা। তবে ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন তা জানেন সকলেই। উদ্ধব ঠাকরেকে সরাসরি উদ্ধেশ‍্য করে একটি ভিডিও বার্তা দিলেন এবার ‘কুইন’ অভিনেত্রী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “উদ্ধব ঠাকরে, তোর কি মনে হয় ফিল্ম মাফিয়াদের সঙ্গে মিলে আমার বাড়ি ভেঙে আমার বিরুদ্ধে বড় বদলা নিয়েছিস? আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে। এটা সময়ের চাকা, কখনো এক থাকে না। আমার মনে হয় আমার বড় উপকার হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা তো শুনেইছিলাম। আজ আমি অনুভব করেছি।”

তিনি আরও বলেন, “আমি দেশের কাছে প্রতিজ্ঞা করছি শুধু অযোধ‍্যা না, কাশ্মীরের উপরেও একটি ফিল্ম বানাবো আমি। দেশবাসীকে জাগিয়ে তুলব। কারন আমি জানতাম আমাদের সঙ্গে খারাপ কিছু হবে। সেটা আমার সঙ্গে হয়েছে। এর গুরুত্ব আছে। আর এই যে ক্রুরতা, আতঙ্ক, ভাল হয়েছে এটা আমার সঙ্গে হয়েছে। কারন এটার গুরুত্ব রয়েছে।”

https://twitter.com/KanganaTeam/status/1303636961131782147?s=19

প্রসঙ্গত, আজ দুপুর ৩টে নাগাদ মুম্বই পৌঁছান কঙ্গনা। দেওয়া কথা মতোই ৯ সেপ্টেম্বর দেশের বাড়ি মানালি থেকে মুম্বই এসে পৌঁছান তিনি। মুম্বই এর ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত ছয়লাপ হয়েছিল শিবসেনা ও কর্নি সেনার সমর্থকদের ভিড়ে।

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদে কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন কঙ্গনা। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় সঞ্জয় রাউত কঙ্গনাকে বলেন আর মুম্বই না আসতে। পালটা তোপ দেগে অভিনেত্রী বলেন, ৯ সেপ্টেম্বর মুম্বই আসছেন তিনি। যার ক্ষমতা হবে তাঁকে আটকে দেখাক।

কথা মতো আজই মুম্বই পৌঁছান কঙ্গনা। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া Y+ নিরাপত্তা। কিন্তু বিমানবন্দরে ভিড় করে ছিল শিবসেনা ও কর্নি সেনার সমর্থকেরা। কঙ্গনার বিরোধিতায় সোচ্চার হন তাঁরা।

অপরদিকে বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে আপিল করেন কঙ্গনার আইনজীবী। বেলা ১২:৩০টা নাগাদ হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি। হাইকোর্ট বিএমসিকে নির্দেশ দেয় কঙ্গনার সম্পত্তি ভাঙার কাজ বন্ধ করতে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে।

কঙ্গনার আইনজীবী সংবাদ সংস্থা PTI কে জানান, আজ বিকেল ৩টের মধ‍্যে অভিনেত্রীর দাখিল করা পিটিশনের জবাব দিতে বলা হয়েছে বিএমসিকে। সকালে পিটিশন দাখিল করার সময় অফিস ভাঙার কাজে অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দাবি করা হয়েছিল।

টুইটারে সকাল থেকেই ট্রেন্ড ক‍রছেন কঙ্গনা। আজই মুম্বই ফিরছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু হওয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। টুইটারে কঙ্গনার সমর্থনে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।


Niranjana Nag

সম্পর্কিত খবর