করিনার বয়স বেশি, নেটমাধ‍্যমে ‘বয়কট করিনা খান’এর পর সীতা হচ্ছেন কঙ্গনা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তৈরি হচ্ছে ছবি, সীতা দ‍্য ইনকারনেশন। সেখানে সীতার (sita) চরিত্রে অভিনয় করতে চলেছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। এই খবরে রাতারাতি টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে এসেছিল ‘বয়কট করিনা খান’। এই চরিত্রের জন‍্য নাকি বড়সড় পারিশ্রমিকও আদায় করেছেন তিনি। এই খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। টুইটারে বয়কট করিনা খান ট্রেন্ড করতে শুরু করে।

সীতা চরিত্রের জন‍্য করিনা একেবারেই বেমানান। যার ছেলের নাম তৈমুর তিনি কী করে সীতার মতো একটি চরিত্রে অভিনয় করতে পারেন? প্রশ্ন তোলেন নেটিজেনরা। এমনকি সীতার চরিত্রের জন‍্য অন‍্য অভিনেত্রীদের কাস্ট করার দাবি ওঠে। কঙ্গনা রানাওয়াত (kangana ranawat), ইয়ামি গৌতম এবং অনুষ্কা শেট্টিকে কাস্ট করার দাবি উঠতে থাকে।

kangana ranaut richest person by the age of 50 main
গুঞ্জন শোনা গিয়েছিল পরিচালক অলৌকিক দেশাই রামায়ণ নিয়ে একটি ছবি করতে চলেছেন। সেই ছবিতেই সীতার ভূমিকায় অভিনয়ের জন‍্য প্রস্তাব গিয়েছে করিনার কাছে। এমনকি এই ছবির জন‍্য তিনি ১২ কোটি পারিশ্রমিকও নিয়ে নিয়েছেন বলে খবর ছড়ায়। অন‍্যান‍্য ছবির জন‍্য ছয় থেকে আট কোটি নিলেও এই ছবির জন‍্য নাকি করিনা পারিশ্রমিক বাড়িয়েছেন বলে দাবি করা হয়।

Kareena Kapoor at TOIFA16
এরপরেই অবশেষে মুখ খুললেন ছবির চিত্রনাট‍্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। তাঁর দাবি, করিনাকে নাকি কখনোই সীতার চরিত্রের জন‍্য প্রস্তাব দেওয়া হয়নি। এখনো চিত্রনাট‍্য লেখার কাজই শেষ হয়নি। সেটা সম্পূর্ণ হলে তারপরই ঠিক করা হবে সীতার চরিত্রের জন‍্য কোন অভিনেত্রীকে পছন্দ করা হবে। তবে শোনা যাচ্ছে, চিত্রনাট‍্যকার নিজেই নাকি কঙ্গনা রানাওয়াতকে ভেবে রেখেছিলেন সীতার চরিত্রের জন‍্য।

তিনি আরো জানিয়েছেন, এই ছবিতে রামচন্দ্রের সঙ্গে সীতার বিয়ের আগেকার জীবনের কাহিনি উঠে আসবে। করিনার বয়স এই চরিত্রের জন‍্য তুলনামূলক বেশি বলেই মনে করেন বিজয়েন্দ্রপ্রসাদ। সে ক্ষেত্রে কঙ্গনার বয়স একেবারে মানানসই চরিত্রটির জন‍্য। উল্লেখ‍্য, এর আগে মণিকর্ণিকা, থালাইভি, বজরঙ্গি ভাইজান, বাহুবলীর মতো ছবির চিত্রনাট‍্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ।

Niranjana Nag

সম্পর্কিত খবর