তৃতীয় সন্তান হলেই জরিমানা বা জেল, কঙ্গনার টুইট ঘিরে বিতর্ক তুঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কন্ট্রোভার্সি কুইন হিসাবে পরিচিত কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। তিনি মুখ খোলা মানেই কোনো না কোনো বিতর্ক (controversy) দানা বাঁধবেই। প্রতিপক্ষকে সপাটে জবাব দিতে কখনোই পিছপা হন না। আর এই করতে গিয়েই অনেক সময় বেশ বিতর্কিত টুইটও (tweet) করে বসেন কঙ্গনা। কখনো আবার হাসির পাত্র হয়ে ওঠেন সকলের কাছে।

এবারেও সেই একই পথে হেঁটেছেন কঙ্গনা। সম্প্রতি ভারতের উত্তরোত্ত‍র জনসংখ‍্যা বৃদ্ধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর মতে, যেভাবে জনসংখ‍্যা ক্রমশ বেড়ে চলেছে তাতে তৃতীয় সন্তান হলেই জরিমানা বা জেল খাটার ব‍্যবস্থা করা উচিত।


তিনি টুইটে লিখেছেন, ‘জনসংখ‍্যা নিয়ন্ত্রণের জন‍্য আমাদের কড়া আইনের দরকার। নির্বাচনী রাজনীতি অনেক হয়েছে। এটা সত‍্যি যে এই বিষয়টাকে গুরুত্র দেওয়ার জন‍্য নির্বাচন হেরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী ও পরে তাঁকে হত‍্যা করা হয়। তিনি বলপূর্বক এটা করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অন্তত এটা করা উচিত যে তৃতীয় সন্তান হলেই জরিমানা বা জেল‌।’

মুহূর্তে ভাইরাল হয়ে যায় কঙ্গনার এই টুইট। বিতর্ক দানা বাঁধতে বাঁধতেই কমেডিয়ান সালোনি গউর আরেকটি টুইট করেন যেখানে গুগল সার্চে দেখানো হয়েছে কঙ্গনার নিজেরই দুই ভাই বোন রয়েছে। দেখতে দেখতেই টুইট যুদ্ধ শুরু হয়ে যায় সালোনি ও কঙ্গনার মধ‍্যে।

অভিনেত্রী পালটা তোপ দেগে লেখেন, ‘এই জন‍্যই তোমার কমেডি আসলে তোমার উপরেই জোক। আমার দাদুর বাবার আট সন্তান ছিল। সেই সময় অনেক সন্তানই মারা যেত। জঙ্গলে মানুষের তুলনায় পশুদের সংখ্যা বেশি ছিল। সময়ের সঙ্গে আমাদেরও পরিবর্তন করা উচিত। এই সময়ে চিনের মতো আমাদেরও জনসংখ‍্যা নিয়ন্ত্রণ করা উচিত।’

এখানেই শেষ নয়, সালোনিকে ‘বোকা’ বলে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, সালোনির যদি এতটুকু বুদ্ধি থাকত তবে তিনি অন‍্যদের বিদ্রূপ না করে অন‍্যদের কষ্টার্জিত অর্থে নিজের ভরন পোষন না করে নিজের জীবনটা সুন্দর করে তোলার দিকে মন দিতেন।

সম্পর্কিত খবর

X