মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ‘গুন্ডা, দানব’! আবারো বিতর্কিত টুইট কঙ্গনা রানাওয়াতের

বাংলাহান্ট ডেস্ক: মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (mamata banerjee) উদ্দেশে ফের আক্রমণ শানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তীব্র কটাক্ষ করেছেন কুইন অভিনেত্রী। তাঁর টুইট নিয়ে ইতিমধ‍্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে।

নির্বাচনের পরে বীরভূমের নানুরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিরাপত্তা দাবি করে তিনি লেখেন, বিজেপি কর্মীদের উপর প্রতিশোধ নিতে চেষ্টা করা ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচতে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ মাঠে নেমে এসেছে।

IMG 20210503 133359
এই টুইটের পরিপ্রেক্ষিতেই কঙ্গনা পালটা লেখেন, ‘এটা ভয়ঙ্কর। গুন্ডাইকে মারার জন‍্য আমাদের সুপার গুন্ডাই প্রয়োজন। উনি একজন ভয়াবহ দানবের মতো। তাঁকে আটকানোর জন‍্য ২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদীজি।’

এর আগেও মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তীব্র কটাক্ষ করে কঙ্গনা টুইট করেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সবথেকে বড় শক্তি। ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে হিন্দুরা আর ওখানে সংখ‍্যা গরিষ্ঠতায় নেই। আর তথ‍্য অনুযায়ী বাঙালি মুসলিমরা গোটা ভারতের মধ‍্যে সবথেকে বেশি দরিদ্র ও বঞ্চিত। ভাল, আরো একটা কাশ্মীর তৈরি হচ্ছে।’

এখানেই শেষ নয়। প্রথমে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে নন্দীগ্রামে বিজেতা ঘোষনা করা হলেও শেষ মুহূর্তের গণনায় মমতাকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এটা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা। উপরন্তু তিনি আরো বলেছেন ২০১৬র তুলনায় এবারে বাংলায় বিজেপি অনেক বেশি আসন পেয়েছে।

এর আগে বহুবার খোলাখুলি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির প্রশংসা করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। মহারাষ্ট্রে শাসক দল শিবসেনাকে তীব্র আক্রমণ করে তিনি মুম্বইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এবার বাংলাকেও কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা। তাঁর এই টুইটের জন‍্য কলকাতা পুলিসের কাছে অভিযোগও দায়ের হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর