এবার থেকে দেশি ‘কুঅ্যাপ’ ব‍্যবহার করবেন, টুইটারকে চোখ রাঙালেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: ফের টুইটার (twitter) কর্তৃপক্ষকে কড়া আক্রমণ শানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। ইতিমধ‍্যেই তাঁর একাধিক বিতর্কিত টুইট (tweet) ডিলিট করেছে টুইটার। এবার ফের অ্যাকাউন্টে নজরদারি চালানোর প্রসঙ্গে টুইটারকে একহাত নিলেন অভিনেত্রী। জানিয়ে দিলেন, এবার থেকে ভারতের নিজস্ব ‘কুঅ্যাপ’ই (kooapp) ব‍্যবহার করবেন তিনি।

সম্প্রতি টুইটারের তরফে নোটিস দিয়ে জানানো হয়, নির্দেশ থাকা সত্ত্বেও সাংবাদিক, রাজনীতিক, অ্যাকটিভিস্টদের অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু তাও ঠিক করা হয়েছে ভারতীয় আইনের আওতায় সেই অ্যাকাউন্টগুলির উপর নজর রাখা হবে।

kangana 2
সেই টুইটটি রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘দেশের বিচারপতি কে বানিয়েছে তোমাদের? মাঝে মাঝে তোমরা জোট বেঁধে মানুষকে অত‍্যাচারও করো। মাঝে মাঝে সংসদের অনির্বাচিত সদস‍্যও হয়ে যাও। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রীর মতোও আচরণ করো। কে তোমরা? একদল মাদকাসক্ত আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টায় রয়েছো।’

এখানেই থামেননি কঙ্গনা। আরো একটি টুইট করে তিনি লিখেছেন, ‘তোমার সময় শেষ টুইটার। এবার থেকে কুঅ্যাপই ব‍্যবহার করব। সবাইকে শীঘ্রই আমার অ্যাকাউন্টের সব তথ‍্য জানাবো। দেশের নিজের কুঅ্যাপ ব‍্যবহার করার জন‍্য উত্তেজিত হয়ে আছি।’

সম্প্রতি নিয়মবিধি লঙ্ঘন করায় টুইটার কর্তৃপক্ষের নিশানায় পড়েন কঙ্গনা। সোশ‍্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর অভিযোগে মুছে ফেলা হয় অভিনেত্রীর একাধিক টুইট। তার মধ‍্যে রয়েছে ক্রিকেটার রোহিত শর্মার টুইটের উত্তরে করা একটি টুইটও।

রোহিত শর্মা লেখেন, ‘আমরা সকলে একত্র হলেই ভারত শক্তিশালী হয় এবং এই মুহূর্তে একটা সমাধান খোঁজাই সবথেকে বেশি দরকার। দেশের হিতের জন‍্য কৃষকেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি সমস‍্যার সমাধানে সবাই নিজের দায়িত্ব পালন করবে।’

তবে রোহিতের টুইট খুব একটা মনে ধরেনি কঙ্গনার। পালটা তোপ দেগে তিনি মন্তব‍্য করেন, নিজেদের ভালর জন‍্য যে আইন তার বিরুদ্ধে কৃষকেরা যাবে কেন? সন্ত্রাসবাদীরাই যত গন্ডগোল পাকাচ্ছে। সেটা বলতে এত ভয় কেন? প্রশ্ন তোলেন কঙ্গনা। এই টুইটটি ডিলিট করে দেওয়া হয়েছে টুইটার কর্তৃপক্ষের তরফে।


Niranjana Nag

সম্পর্কিত খবর