প্রতিশ্রুতি মতো মুম্বই পৌঁছালেন কঙ্গনা, বিমানবন্দরে ভিড় করে বিরোধিতা শিবসেনা ও কর্নি সেনার সমর্থকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুম্বইয়ের (mumbai) মাটি ছুঁলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। অবশেষে দেওয়া কথা মতোই ৯ সেপ্টেম্বর দেশের বাড়ি মানালি থেকে মুম্বই এসে পৌঁছালেন তিনি। মুম্বই এর ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত ছয়লাপ হয়ে রয়েছে শিবসেনা ও কর্নি সেনার সমর্থকদের ভিড়ে।

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদে কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন কঙ্গনা। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় সঞ্জয় রাউত কঙ্গনাকে বলেন আর মুম্বই না আসতে। পালটা তোপ দেগে অভিনেত্রী বলেন, ৯ সেপ্টেম্বর মুম্বই আসছেন তিনি। যার ক্ষমতা হবে তাঁকে আটকে দেখাক।

কথা মতো আজই মুম্বই পৌঁছলেন কঙ্গনা। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া Y+ নিরাপত্তা। কিন্তু বিমানবন্দরে ভিড় করে রয়েছেন শিবসেনা ও কর্নি সেনার সমর্থকেরা। কঙ্গনার বিরোধিতায় সোচ্চার হয়েছেন তাঁরা।

অপরদিকে বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে আপিল করেন কঙ্গনার আইনজীবী। বেলা ১২:৩০টা নাগাদ হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি। হাইকোর্ট বিএমসিকে নির্দেশ দেয় কঙ্গনার সম্পত্তি ভাঙার কাজ বন্ধ করতে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে।

কঙ্গনার আইনজীবী সংবাদ সংস্থা PTI কে জানান, আজ বিকেল ৩টের মধ‍্যে অভিনেত্রীর দাখিল করা পিটিশনের জবাব দিতে বলা হয়েছে বিএমসিকে। সকালে পিটিশন দাখিল করার সময় অফিস ভাঙার কাজে অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দাবি করা হয়েছিল।

টুইটারে সকাল থেকেই ট্রেন্ড ক‍রছেন কঙ্গনা। আজই মুম্বই ফিরছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু হওয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। টুইটারে কঙ্গনার সমর্থনে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

সোমবার বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে তোপ দাগতেই মঙ্গলবার অভিনেত্রীর অফিসে কাজ বন্ধ করার নোটিশ টাঙালো বিএমসি। অফিস নির্মাণে বেআইনি ভাবে কাঠামো তৈরির অভিযোগ আনা হয়েছে বিএমসির তরফে।

গতকাল সোমবার একটি টুইট করে কঙ্গনা জানান, অবৈধ ভাবে তৈরির অভিযোগ এনে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাঁর অফিস। বিনা নোটিশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। রাত পোহাতেই কঙ্গনার অফিসে কাজ বন্ধ করার নোটিশ ঝোলালো বিএমসি। মিউনিসিপ‍্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশনে একটি তিন পাতার নোটিশ ঝোলানো হয় কঙ্গনার অফিসে।

২৪ ঘন্টার মধ‍্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। সেই জবাবও দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তা পছন্দ হয়নি বিএমসির। একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘আমার বন্ধুদের সমালোচনার জন‍্য বিএমসি আজ কোনো বুলডোজার নিয়ে আসেনি বরং তারা একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে আমার অফিসে লিকেজের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে। আমি অনেক ঝুঁকি নিয়েছি কিন্তু আপনাদের থেকে অনেক ভালবাসা ও সমর্থন পেয়েছি।’

সম্পর্কিত খবর

X