বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে বিভিন্ন মহলে সমালচিত হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন। বিল পাশ হওয়া থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। তারপর বিল আইনে পরিনত হতে না হতেই অমনি দেশের বিভিন্ন রাজ্য অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ সর্বত্ই অশান্তির আগুণ অব্যাহত। যদিও কোনো কোনো রাজ্য পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে কিন্তু উত্তরপ্রদেশে এখনও অবধি নাগরিকত্ব আইন নিয়ে হিংসাত্মক ঘটনা ঘটে যাচ্ছে। নজিরবিহীন ঘটনাও ঘটেছে।
পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ও সংঘর্ষ অবধি হয়েছে। আর এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার বিক্ষোভকারীদের কটাক্ষ করে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। “বাস-ট্রেন জ্বালানোর অধিকার কে দিয়েছে ওঁদের?” এমন প্রশ্নও তোলেন। যদিও কারোর নাম না করেই এহেন প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার কঙ্গনা অভিনীত পাঙ্গা ছবির ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে গিয়ে তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য বিরোধীদের একহাত নেন।
Kangana Ranaut on #CitizenshipAct: When you protest, the first thing that's imp is that you don't turn violent. In our population, only 3-4% ppl pay tax, others are actually dependent on them. So, who gives you the right to burn buses, trains & to create ruckus in the country? pic.twitter.com/NOUgiHGWhT
— ANI (@ANI) December 23, 2019
তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে কেন বাস, ট্রেন জ্বালানো হচ্ছে। এক একটি বাসের দাম ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। তাই সরকারি সম্পত্তি নষ্ট করে কোনো লভ নেই বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কঙ্গনা আরও বলেন, যেভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে রাস্তাঘাটে সমস্যা হযে যাচ্ছে তারজন্য প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে।
हिंसा और पब्लिक प्रोपर्टी को नुक़सान पहुँचाना तो हर हाल में ग़लत है, यह इंसानियत और क़ानून दोनो के ख़िलाफ़ है. ..
पर यह देश सिर्फ़ 3% लोगों के टैक्स पर dependent नहीं है. एक सामान्य नौकरीपेशा, यहाँ तक कि एक दिहाड़ी मज़दूर से लेकर अरबपति तक, देश में हर आदमी टैक्स देता है. 1/3 https://t.co/nCHv3tnX4e— Manish Sisodia (@msisodia) December 24, 2019
हिंसा और पब्लिक प्रोपर्टी को नुक़सान पहुँचाना तो हर हाल में ग़लत है, यह इंसानियत और क़ानून दोनो के ख़िलाफ़ है. ..
पर यह देश सिर्फ़ 3% लोगों के टैक्स पर dependent नहीं है. एक सामान्य नौकरीपेशा, यहाँ तक कि एक दिहाड़ी मज़दूर से लेकर अरबपति तक, देश में हर आदमी टैक्स देता है. 1/3 https://t.co/nCHv3tnX4e— Manish Sisodia (@msisodia) December 24, 2019
যদিও বরাবরই স্পষ্ট্যভাষী এবং বিস্ফোরক মন্তব্য করতে পিছপা হননা কঙ্গনা। কারণ, এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলিউডের প্রথমসারির অভিনেতারা সকলেই বিরোধিতা করেছেন। সেই তালিকায় ছিলেন সুশান্ত সিং, ফারহান আখতার, হুমা কুরেশি, স্বরা ভাস্কর, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহেরা-সহ আরও অনেকে।