বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত্যু মামলায় বিহার পুলিসের তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর আগের রাতে তাঁর অ্যাপার্টমেন্টে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে উপস্থিত ছিলেন একজন ‘হেভিওয়েট’ ব্যক্তিত্ব।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুশান্তের মৃত্যুর আগের রাতের পার্টিতে উপস্থিত ছিলেন এক রাজনৈতিক নেতার ছেলে। যে কারনে মুম্বই পুলিস তদন্তে ঢিলে দিতে পারে বলে সন্দেহ করছে বিহার পুলিস। খবর অনুযায়ী, ওই রাজনৈতিক নেতার ছেলে সুশান্তের অ্যাপার্টমেন্টে আসার আগে থেকেই কাজ করা বন্ধ করে দেয় সিসিটিভি ক্যামেরাগুলি।
এবার এই প্রসঙ্গে একটি বড়সড় ঘোষনা করলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। অভিনেত্রীর ডিজিটাল টিমের মাধ্যমে টুইটারে ওই রাজনৈতিক ব্যক্তির নাম না নিয়ে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘সবাই ওঁর নাম জানে কিন্তু কেউ সেই নাম উচ্চারণ করবে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর ছেলে এবং করন জোহরের ঘনিষ্ঠ বন্ধু। সবাই তাঁকে বেবি পেঙ্গুইন বলে ডাকে। কঙ্গনা বলছেন, এবার যদি তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে বুঝবেন তিনি আত্মহত্যা করেননি।’
কঙ্গনার এই টুইটটি এখন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তির নাম সরাসরি প্রকাশ করেননি অভিনেত্রীও। কিন্তু টুইটে সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ওই ব্যক্তির নাম।
Everyone knows but no one can take his name, Karan Johar’s best friend and world’s best CM’s best son, lovingly called baby penguin, 😁Kangana is saying if I found hanging in my house, please know I did not commit suicide 😁😁🙏🙏🙏 https://t.co/JdjvuBzqjI
— Kangana Ranaut (@KanganaTeam) July 31, 2020
প্রসঙ্গত, এর আগে কঙ্গনা বলেছিলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন্য সাধারন মানুষের কোনও সমস্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”