বিকিনিতে সমুদ্র সৈকতে বসে সান বাথ নিচ্ছেন কঙ্গনা, ‘কুইন’ অভিনেত্রীর ছবি নিয়ে তোলপাড় নেটজগৎ

বাংলাহান্ট ডেস্ক: কিছু দিন আগেই আগামী ছবি ‘থালাইভি’র শুটিংয়ের কাজ শেষ করেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। মুম্বই থেকে দূরে দক্ষিণ ভারতে চলছিল তাঁর ছবির শুটিং। হায়দ্রাবাদ বা কখনো চেন্নাইতে ঘুরে ঘুরে হচ্ছিল থালাইভির শুটিং। তবে সোশ‍্যাল মিডিয়ায় কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছেন কঙ্গনা।

সম্প্রতি একটি ছবি শেয়ার করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। বিকিনি পরে ক‍্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক‍্যামেরার দিকে পেছন ফিরে বসে রয়েছেন কঙ্গনা, পরনে লাল কালো বিকিনি। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে যত সুন্দর জায়গায় ঘুরেছি তার মধ‍্যে অন‍্যতম হল মেক্সিকো। অসাধারন অথচ খুবই অনিশ্চিত জায়গা। মেক্সিকোর এক ছোট দ্বীপ টুলুম এর ছবি এটা।’

kangana ranaut richest person by the age of 50 main
সব ধরনের পোশাকেই সমান স্বচ্ছন্দ হলেও বিকিনিতে খুব বেশি দেখা যায়নি কঙ্গনাকে। স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর এই ছবি দেখে হতবাক হয়ে গিয়েছে নেটজনতা। ইতিমধ‍্যেই ৬ লক্ষ লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। নেটদুনিয়ায় এখন তুমুল ভাইরাল কঙ্গনার এই ছবি।

https://www.instagram.com/p/CJH-LZNhDWD/?igshid=1f46rita4snt9

এই মুহূর্তে ‘ধাকড়’ ছবির অ্যাকশন দৃশ‍্যের জন‍্য জোর কদমে ট্রেনিং করছেন কঙ্গনা। সম্প্রতি নিজের  ট্রেনারের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মানালিতে ফিরে ট্রেনিং শুরু করেছেন তিনি। এছাড়াও তাঁর অপর ছবি ‘তেজস’ এর জন‍্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন কঙ্গনা। ছবির স্ক্রিপ্ট দেখিয়ে কিছু বিশেষ অনুমতিও নেন তিনি।

https://www.instagram.com/p/CIvb1sjhmKs/?igshid=ts1gl4l2kylb

প্রসঙ্গত, জানা গিয়েছিল ডিসেম্বরেই তেজস ছবির শুটিং শুরু করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। ভারতীয় বায়ুসেনার বিমান চালকের চরিত্রে অভিনয় করবেন তিনি। অপরদিকে ধাকড় ছবিতে একজন গুপ্তচর হিসাবে দেখা যেতে চলেছে কঙ্গনাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর