ফরিদাবাদের ঘটনায় চুপ কেন? বলিউড তারকাদের তীব্র আক্রমণ কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফরিদাবাদে লাভ জিহাদের (love jihad) জেরে কলেজ ছাত্রী নিকিতা তোমর (nikita tomar) খুনের ঘটনায় আগেই সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। এবার বলিউডের অন‍্যান‍্য তারকাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। নিকিতা তোমরের খুনের ঘটনায় কেউ টুঁ শব্দটাও কেন করেননি বলিউডের সেই প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী।

টুইটারে বলিউডের হেভিওয়েটদেন একহাত নিয়ে কঙ্গনা লেখেন, ‘মিথ‍্যে ও বাছাই করা সক্রিয়তার জন‍্য এদের সকলকে জেলে ভরে উচিত। নারী ক্ষমতায়নের পথে এরা বড়সড় ক্ষতির সৃষ্টি করেছে। একজন জিহাদি প্রকাশ‍্য দিনের আলোয় নিকিতাকে গুলি করে খুন করল, এই সময় এদের মুখ বন্ধ কেন?’

https://twitter.com/KanganaTeam/status/1321386505076723713?s=19

এর আগে এই নারকীয় ঘটনার প্রতিবাদ করে নিজের টুইটার হ‍্যান্ডেলে কঙ্গনা লেখেন, ‘ফ্রান্সের ঘটনায় গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এই জেহাদিদের কোনো লজ্জা বা আইন কানুনের কোনো ভয় নেই। ইসলামে ধর্মান্তরিত না হতে চাওয়ার কারণে এক ছাত্রীকে প্রকাশ‍্য দিনের বেলায় তার কলেজের বাইরে গুলি করে হত‍্যা করা হয়। অবিলম্বে ব‍্যবস্থা নেওয়া উচিত।’

https://twitter.com/KanganaTeam/status/1321265608957317122?s=19

শুধু তাই নয়, নিহত নিকিতাকে রানি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করে অভিনেত্রী লেখেন, ‘রানি লক্ষ্মীবাঈ ও পদ্মাবতীর তুলনায় নিকিতার বীরত্ব কোনো অংশে কম নয়। জিহাদি খুনির নজর পড়েছিল তার উপর, তাকে ক্রমাগত উত‍্যক্ত করছিল সে। যদি সে বাঁচতেই চাইত তাহলে নিজেকে সমর্পণ করত কিন্তু সে মৃত‍্যু বেছে নিল। দেবী নিকিতা প্রত‍্যেক হিন্দু নারীর মর্যাদা ও গর্বের প্রতীক।’

https://twitter.com/KanganaTeam/status/1321284858195419137?s=19

প্রসঙ্গত, ফরিদাবাদে একটি কলেজের বাইরে দিনের বেলা প্রকাশ‍্যে গুলি করে খুন করা হয় এক ছাত্রীকে। জানা গিয়েছে লাভ জিহাদের জেরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। নিকিতা তোমর নামে নিহত ওই ছাত্রী তৌসিফ নামে এক যুবককে বিয়ে করতে অস্বীকার করে। এরপরেই ওই ছাত্রীকে প্রকাশ‍্য রাস্তায় গুলি করে পালায় তৌসিফ।

X