‘কৃষকদের উসকে দিয়ে গায়েব হয়ে গেলেন’, দিলজিৎ ও প্রিয়াঙ্কা চোপড়াকে তুলোধনা কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত পঁচিশ দিনেরও বেশি সময় ধরে দিল্লি ও পঞ্জাব, হরিয়ানায় কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দেলনে নেমেছে লাখো লাখো কৃষক। একে বিশ্বের সবথেকে বড় কৃষক আন্দোলন (farmers protest) বলে আখ‍্যা দেওয়া হয়েছে। কৃষকদের এই প্রতিবাদে সামিল হয়েছেন রূপোলি জগতের তারকারাও।

প্রায়দিনই ভাইরাল হচ্ছে আন্দোলনরত কৃষকদের ছবি, ভিডিও। এর আগেই এই ইস‍্যু নিয়ে সরব হয়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের (diljit dosanjh) সঙ্গে কুৎসিত টুইট যুদ্ধেও জড়িয়ে পড়েন তিনি। বেশ কিছুদিন খবরের হেডলাইনে ছিলেন দুজন। এরপর পরই সিঙ্ঘু বর্ডারে গিয়ে কৃষক আন্দোলনে যোগ দেন দিলজিৎ। মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়াও।


এবার ফের এই বিষয় নিয়ে সরব হলেন কঙ্গনা। আবারো তাঁর নিশানায় দিলজিৎ ও প্রিয়াঙ্কা। তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়ে অভিনেত্রীর প্রশ্ন, কৃষকদের উসকে দিয়ে কোথায় গায়েব হয়ে গেলেন দিলজিৎ ও প্রিয়াঙ্কা? টুইটে তিনি লেখেন, ‘কৃষকদের জন‍্য দিলজিৎ ও প্রিয়াঙ্কা যে লোকাল সমর্থক রূপে এলেন অন্তত তাদের একটা ভিডিওর মাধ‍্যমে এটা বলুন যে কি বিষয়ে বিরোধ করতে হবে। কৃষকদের উসকে দিয়ে তাঁরা হাওয়া হয়ে গেলেন। এবার কৃষক ও দেশের অবস্থা দেখুন।’

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে আসে কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের টুইট যুদ্ধ। কৃষক আন্দোলনে কঙ্গনার মতামতকে কটাক্ষ করে টুইট করে অভিনেত্রীর ‘ব‍্যাড বুক’এ নাম লিখিয়েছিলেন দিলজিৎ। তারপর থেকে উত্তর প্রত‍্যুত্তরের টুইট বাণ হেনে চলেন দুজন।

দিলজিৎ দোসাঞ্ঝকে ‘করন জোহরের পোষা’ বলে তীব্র আক্রমণ করেন ‘কুইন’ অভিনেত্রী। তার পাল্টাও দেন দিলজিৎ। অভিনেতাকে উদ্দেশ করে কঙ্গনা লেখেন, ‘ও করন জোহরের পোষা, যে দাদি শাহিন বাগে নিজের নাগরিকত্বের জন‍্য আন্দোলন করছিলেন ওই বিলকিস বানো দাদিই কৃষকদের আন্দোলনে পা মিলিয়েছেন। মহিন্দর কউর জি কে তো আমি চিনিই না। কি নাটক শুরু করেছো তোমরা? এখনি বন্ধ করো।’

অভিনেত্রীর এই মন্তব‍্য চুপচাপ বসে হজম করার পাত্র নন দিলজিৎ। পালটা তোপ দেগে তিনি লেখেন, ‘তুই যাদের সঙ্গে ছবি করেছিস তুই তাদের সবার পোষা? তাহলে তো মালিকের তালিকাটা লম্বা হয়ে যাবে? এরা বলিউড ওয়ালে না পাঞ্জাব ওয়ালে। মিথ‍্যে বলে মানুষকে উসকানো ও তাদের আবেগের সঙ্গে খেলা তো আপনি ভালই জানেন।’

X