বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) মাদক (drugs) চক্র নিয়ে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের (jaya bachchan) মন্তব্য নিয়ে এবার পালটা তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। চিন ও পাকিস্তানের মাধ্যমে বলিউডে মাদক ঢোকে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিউড। বিজেপি সাংসদ রবি কিষনের এই মন্তব্যের পর এদিন জয়া কটাক্ষ করে বলেন, এরা যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে।
এবার আসরে নামেন কঙ্গনা। জয়া বচ্চনকে উদ্ধেশ্য করে টুইটবার্তায় তিনি লেখেন, ‘জয়া জি, আপনি কি একই কথা বলতেন যদি আমার জায়গায় শ্বেতা টিনেজার বয়সে নিগ্রহ, মাদকের শিকার হত। আপনি কি একই কথা বলতেন যদি অভিষেক রোজ আক্রমণের অভিযোগ করত এবং একদিন তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত? আমাদের কথাও একটু ভাবুন।’
আসলে NCBর জেরায় রিয়া চক্রবর্তী দাবি করেন, বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদকাসক্ত। তারা নিয়মিত মাদক গ্রহণ করেন। এমনকি বয়ানে রিয়া একাধিক বলিউড তারকার নামও নিয়েছেন বলে দাবি করা হয় সংবাদমাধ্যম সূত্রে। এরপরই তোলপাড় শুরু হয় বিভিন্ন মহলে।
Jaya ji would you say the same thing if in my place it was your daughter Shweta beaten, drugged and molested as a teenage, would you say the same thing if Abhieshek complained about bullying and harassment constantly and found hanging one day? Show compassion for us also 🙏 https://t.co/gazngMu2bA
— Kangana Ranaut (@KanganaTeam) September 15, 2020
সোমবার সংসদের অধিবেশনে এই প্রসঙ্গ নিয়েই সরব হন বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষন। তিনি বলেন, NCB যথেষ্ট ভাল কাজ করছে। বলিউডের মাদক চক্রের সঙ্গে চিন ও পাকিস্তানের মতো শত্রু দেশেরও যোগ রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, চিন ও পাকিস্তান হয়েই বলিউডে মাদক প্রবেশ করে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিউড।
রবি কিষনের এই বক্তব্যের বিরুদ্ধে মঙ্গলবার সোচ্চার হন বিজেপি সাংসদ জয়া বচ্চন। কয়েকজন মানুষের জন্য পুরো ইন্ডাস্ট্রিটাকে এভাবে বদনাম করা যায় না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, এরা যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে।