চোরাকারবারির থেকে রক্ষা পেলেও হল না শেষরক্ষা শিলিগুড়ির সাফারি পার্কে মৃত্যু ক্যাঙারুর

বাংলা হান্ট ডেস্কঃ শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হল এক ক্যাঙারুর। সম্প্রতি, পাচার হওয়ার হাত থেকে রক্ষা পেলেও শেষ পর্যন্ত বাঁচতে সক্ষম হলো না এই প্রাণীটি। তবে তার সাথে উদ্ধার হওয়া অপর দুটি ক্যাঙারু সুস্থ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রের খবর, পাচার হওয়ার হাত থেকে উদ্ধার করার পর থেকেই শারীরিকভাবে দুর্বল ছিল ওই ক্যাঙারুটি। এরপর তাকে সুস্থ করার জন্য বিভিন্ন উপায়ে চিকিৎসা চললেও তাতে বিশেষ সাড়া মেলেনি তার এবং শেষপর্যন্ত গতকাল দুপুর বেলা মৃত্যু হয় ক্যাঙারুটির। সাফারি পার্কের এক অধিকর্তা দাওয়া শেরপা বলেন, “উদ্ধার করা ক্যাঙারুটি প্রথম থেকেই অসুস্থ ছিল। চিকিৎসাতেও খুব একটা সাড়া দিচ্ছিলো না সে। আমরা ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, তবে এই মৃত্যুর কোনো প্রভাব ক্যাঙারু সাফারিতে পরবেনা।”

প্রসঙ্গত, বেঙ্গল সাফারি পার্কে ‘ক্যাঙারু সাফারি’ চালু করার একটি পরিকল্পনা নেয় কর্তৃপক্ষ। এ নিয়ে সম্প্রতি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে তাদের পক্ষ থেকে একটি আর্জিও জানানো হয়। কিন্তু এই পরিস্থিতিতে প্রাণীটির মৃত্যুর ফলে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার বিষয়ে মত প্রকাশ করে অনেকে। আর এই প্রসঙ্গেই এ দিন নিজের বক্তব্য সাফ জানালেন সাফারি পার্কের অধিকর্তা।

সম্প্রতি, প্রথমে জলপাইগুড়ির গজলডোবা এলাকা থেকে দুই ক্যাঙারু এবং পরে বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের ফারাবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে অপর একটি ক্যাঙারু শাবককে উদ্ধার করে বনদপ্তর। এছাড়াও সেই একই এলাকা থেকেই কিছুদিনের মধ্যে অপর একটি প্রাণীর উদ্ধার হওয়ার খবরও মেলে। ফলে এই সকল এলাকায় প্রাণী পাচারের ঘটনা যে দিন দিন বেড়ে চলেছে, সে বিষয়ে মত প্রকাশ করে বনদপ্তর।

প্রসঙ্গত, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এই নিয়ে দুটি বন্যপ্রাণীর মৃত্যু হল। 25 শে মার্চ রয়্যাল বেঙ্গল টাইগারের সদ্যোজাত পাঁচ বাচ্চার মধ্যে একটির মৃত্যু হয় আর এবার মারা গেল এক ক্যাঙারু।


Sayan Das

সম্পর্কিত খবর