কাশ্মীরের ডাল লেকের ছোঁয়া এবার বাংলায়! থাকছে সিকারা রাইডও! শয়ে শয়ে লোক ছুটছে ‘এই’ স্পটে

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের ডাললেকে সিকারা রাইড করার স্বপ্ন অনেক দিনের? তবে কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি কখনো? এবার বাংলার বুকে পেতে পারেন এক টুকরো কাশ্মীরের ছোঁয়া। রেল নগরের প্রবাহমান নদীর বুকেই অভিজ্ঞতা নিতে পারেন সিকারা রাইডের (Sikara Ride)। নদীবক্ষের উপর সাজানো নৌকায় ঘন্টাখানেক ধরে উপভোগ করতে পারেন প্রকৃতির সৌন্দর্য।

খড়গপুরের (Kharagpur) এক দুর্দান্ত পিকনিক স্পট 

বেশি দূর নয়, খড়গপুর (Kharagpur) শহরেই পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে এমন রাইডের। আজকের প্রতিবেদনে জেনে নেব তারই সুলুকসন্ধান। এই প্রথম জেলায় সিকারা রাইডের ব্যবস্থা করা হয়েছে কংসাবতী নদীর উপর। এমনকি কটেজ বা টেন্টে থেকে উপভোগ করা যাবে পাশের গ্রামের সৌন্দর্যও। শহুরে কোলাহল থেকে বেশ খানিকটা দূরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য অনেকেই পাড়ি জমাচ্ছেন এখানে।

kaap kangsabati agri adventure park kharagpur parks

কংসাবতী নদীতে ডাল লেকের আদলে সিকারা রাইডের ব্যবস্থা করেছে একটি বেসরকারি সংস্থা। প্রতিদিন দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসছেন এই রাইডের অভিজ্ঞতা নেওয়ার জন্য। গোটা ব্যবস্থার নেপথ্যে রয়েছে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক (Kangsabati Agri Adventure Park)। নদীর পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে বিশাল জায়গা। সেখানে প্রায় দশটি কটেজ তৈরি করা হয়েছে। পটচিত্রের আদলে বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে প্রবেশের মুখ।

আরোও পড়ুন : ‘আর ৭টা দিন সময় দিন..,’ হাইকোর্টে আর্জি রাজ্য সরকারের, মঞ্জুর হল?

চাঁচ দিয়ে ঘেরা এই কটেজ পর্যটকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। কিছুদিন সামান্য খরচে এক ও অনন্য অভিজ্ঞতা লাভের জন্য আপনারা আসতেই পারেন এখানে। পর্যটকদের কাছে গ্রাম্য পরিবেশকে নতুনভাবে উপস্থাপিত করা হয়েছে খড়গপুরে (Kharagpur)। এমনকি পিকনিক করার ব্যবস্থাও রয়েছে কটেজে। কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কের ঠিকানা: খাসতালুক, ওয়ালিপুর, খড়গপুর, পশ্চিমবঙ্গ – ৭২১৩০৫। যোগাযোগ নম্বর: +91-9475220956 / +91-8250544990।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর