বিজেপি নেতৃত্বাধীন NDA তে যেতে পারেন কানহাইয়া কুমার! সরগরম বিহারের রাজনীতি

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের রাজনীতিতে রোজ রোজ নতুন রঙ দেখা যাচ্ছে। এবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI) এর নেতা তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার জনতা দল ইউনাইটেড-এর নেতা অশোক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেন। ওনাদের এই সাক্ষাতে বিহারের রাজনীতিতে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে। কানহাইয়া আর JDU নেতার সাক্ষাতে সরগরম বিহারের রাজনীতি।

image 2021 02 15 150207

কানহাইয়া কুমার JDU এর নেতা অশোক চৌধুরীর সঙ্গে ওনার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে। কিন্তু বিহারের রাজনীতিতে এখন এই সাক্ষাৎ নিয়ে জোর চর্চা চলছে। কিছুদিন আগেই CPI কানহাইয়া কুমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছিল, আর এখন কানহাইয়া কুমার JDU এর নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন।

কানহাইয়া কুমারের JDU তে যোগ দেওয়ার জল্পনার মধ্যে JDU নেতা অজয় অলোক মুখ খুলেছেন। উনি বলেছেন, কানহাইয়া কুমার বিকৃত আর কমিউনিস্ট বিচারধারার মানুষ, যদি তিনি নিজের বিচারধারা ছেড়ে JDU এর বিচারধারা আপন করে নিতে পারেন, তাহলে আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

গতবছর ডিসেম্বর মাসে পাটনার পার্টি কার্যালয়ে কানহাইয়া কুমার CPI এর সচিব ইন্দু ভূষণের বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ তোলেন। এরপরই CPI কানহাইয়া কুমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে। দলের নেতারা বলেছিলেন, কানহাইয়া কুমার দলের সচিব ইন্দ্রভূষণের সঙ্গে মারপিট করেছিল।

গত সপ্তাহে হায়দ্রাবাদে সিপিআই-এর গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে কানহাইয়া কুমার দ্বারা পাটনায় করা মারপিটের ঘটনায় নিন্দা প্রস্তাব পাশ করা হয়। বৈঠকে দলের ১১০ জন সদস্য হাজির ছিল। যাদের মধ্যে ৩ জন বাদ দিয়ে সবাই কানহাইয়া কুমারের বিরুদ্ধে পেশ করা নিন্দা প্রস্তাবকে সমর্থন করে। আর সেই ঘটনার পর কানহাইয়া কুমার জেডিইউ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। আর এই নিয়ে বিহারের রাজনীতিতে তুঙ্গে জল্পনা।


Koushik Dutta

সম্পর্কিত খবর