‘কৃষকদের সমর্থন করে ভুল করেছে দিশা রবি” এ কি বললেন বাম নেতা কানহাইয়া কুমার!

বাংলা হান্ট ডেস্কঃ উল্লেখ্য, বিহারের রাজনীতিতে বেশ কিছুদিন ধরে চর্চার বিষয় হয়ে উঠেছেন বাম নেতা কানহাইয়া কুমার। বিহারের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাননি, তবুও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৃদু প্রশংসাও করতে দেখা গিয়েছে কানহাইয়াকে।

আরেদিকে, কিছুদিন আগে দলের সচিবের সঙ্গে দুর্ব্যবহার করে দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়তে হয়েছিল যুব বাম নেতা কানহাইয়া কুমারকে। সচিবের সঙ্গে দুব্যবহারের জেরে কানহাইয়া কুমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে CPI। এরপর কানহাইয়া কুমারকে নিয়ে বিহারের রাজনীতিতে শুরু হয় চরম গুঞ্জন।

   

আর এই গুঞ্জনের প্রধান কারণ হল, কানহাইয়া কুমার দু’দিন আগে নীতিশ কুমারের মন্ত্রীর সঙ্গে ওনার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। দুজনের সাক্ষাতের পর বিহারের রাজনীতিতে তুমুল জল্পনার সৃষ্টি হয়। যদিও দু’পক্ষই দাবি করেছিল যে, এটা তাঁদের সৌজন্য সাক্ষাৎ মাত্র। এতে রাজনীতির কিছুই নেই। কিন্তু মুখে যতই বলুক, এই নিয়ে জল্পনার শেষ হচ্ছে না।

আর এই জল্পনার মধ্যে কানহাইয়া কুমারের মন্তব্য সামনে এসেছে। তিনি একটি ট্যুইট করে কেন্দ্র সরকারকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন। তিনি পরিবেশকর্মী দিশা রবির গ্রেফতারী নিয়ে ট্যুইট করে লেখেন, ‘কৃষকদের সমর্থন করে ভুল করেছে দিশা রবি। দাঙ্গাকারীদের সমর্থন করলে মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হতে পারত সে।”

কানহাইয়া এই ট্যুইটে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি নীতিশ কুমারের মন্ত্রীর সঙ্গে দেখা করলেও এখনও নিজের নীতি নিয়েই চলছেন। আর ওনার লড়াই বিজেপি, RSS, মোদী, অমিত শাহদের বিরুদ্ধে জারি থাকবেই। আর সেদিনের সাক্ষাৎ যে নেহাতই সৌজন্যতার সাক্ষাৎ ছিল, সেটাও ওনার এই ট্যুইটে বোঝা যাচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর