বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) গায়িকা কনিকা কাপুর (Kanika Kapoor) এখন করোনা (corona) মুক্ত। পরপর করোনা টেস্ট হওয়ার পর অবশেষে পঞ্চমবারে করোনা নেগেটিভ আসে তাঁর। তার পর ষষ্ঠবারও নেগেটিভ রিপোর্ট আসায় তার পরদিনই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এতদিনে সুস্থ হয়ে মুখ খুলেছেন গায়িকা। আর মুখ খুলেই বিষ্ফোরণ!
কনিকার সাফ কথা, তিনি নির্দোষ। কারন বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষাই নাকি ঠিকমতো হয়নি। তিনি জানান, ১০ মার্চ যখন লন্ডন থেকে দেশে ফেরেন তিনি তখন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষা হয় তাঁর। কিন্তু সেই সময় কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি। তাই তাঁকে কোয়ারেন্টাইন থাকার কথাও বলা হয়নি। তারপর মুম্বই থেকে লখনউ যখন আসেন তিনি তখন অন্তর্দেশীয় বিমানবন্দরে তাঁর স্বাস্থ্যপরীক্ষা ঠিকমতো হয়ইনি।
https://www.instagram.com/p/B9cQG4OlGl1/?igshid=apmyt7w3ngk0
কনিকার দাবি, লখনউ ফেরার পর পরিবারের লোকজনদের সঙ্গে তিনি দেখা করেছিলেন। কিন্তু কোনও পার্টির আয়োজন করেননি। বরং দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় তারাই তাঁকে পার্টিতে আমন্ত্রণ জানায়। ১৭-১৮ তারিখ নাগাদ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তখনই তাঁকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তেমনটাই করেন কনিকা। ১৯ মার্চ পরীক্ষার ফলাফল জানতে পারেন তিনি। তার পরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
https://www.instagram.com/p/B9exyuhlHPm/?igshid=1qgfym0oe6a3j
কনিকার অভিযোগ, তাঁকে ঘিরে যেসব গুঞ্জন শুরু হয়েছে তার কোনওটাই সঠিক নয়। তাঁর কথায়, এতদিন তিনি চুপ ছিলেন বলে এই নয় যে তাঁর কিছুই বলার নেই। তিনি বিরুদ্ধে ওঠা যাবতীয় গুঞ্জন মিথ্যে। মানুষ তাঁকে ভুল বুঝছে।
https://www.instagram.com/p/B_cB951F0JQ/?igshid=1dr08s56mseto
প্রসঙ্গত, কনিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে লন্ডন থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে তিনি বেশ কয়েকটি হেভিওয়েট পার্টি অ্যাটেন্ড করেছেন। তাঁর জন্য কোয়ারেন্টাইনে যেতে হয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তাঁর ছেলে সাংসদ দুষ্যন্ত সিং।