কণিকা কাপুর কান্ড: করোনা পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) নিয়ে সারা বিশ্ব তোলপাড়। এই ভাইরাসের আতঙ্ক থেকে ছাড় পেলেন না সেলেব, নেতা-মন্ত্রী থেকে সাধারান মানুষ সকলে। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। কণিকা কপূরের (Kanika Kapoor)  পার্টিতে গিয়েছিলেন। ফলে এবার করোনাভাইরাস পরীক্ষা করাতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath Kobind) । এ ব্যাপারে যাবতীয় সরকারি নির্দেশিকা মেনে চলবেন তিনি।

1800x1200 coronavirus 1 1

বেবি ডল গায়িকা কণিকা কপূর লন্ডন থেকে দেশে ফিরেছেন করোনা সংক্রমণ নিয়ে। অথচ কোনওরকম সতর্কতা না নিয়ে দিব্যি তিনি পার্টি করে বেরিয়েছেন, বিজেপি সাংসদ দুষ্যন্ত সিংহ তাতে যোগ দেন। তারপর তিনি বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। দুষ্যন্ত এখন কোয়ারান্টাইনে, রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, আজই হবে রাষ্ট্রপতির করোনা পরীক্ষা। আপাতত তাঁর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

corona virus jpg 710x400xt jpg 710x400xt 1

বিখ্যাত বলিউড গায়িকা কণিকা কপূর ইংল্যান্ড থেকে ফেরেন শরীরে করোনা সংক্রমণ নিয়ে। কিন্তু কোয়ারান্টাইনে যাওয়া তো দূরের কথা, লখনউ ও দিল্লিতে একের পর এক পার্টিতে যোগ দেন তিনি, সেগুলোয় ছিলেন দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা। গতকাল তিনি করোনা পজিটিভ জানার পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর ছেলে দুষ্যন্ত সিংহ নিজেরাই কোয়ারান্টাইনে গিয়েছেন, কণিকার পার্টিতে যোগ দিয়েছিলেন দুজনেই। এছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের আরও ৯৬ জন সাংসদ এখন আতঙ্কে। এঁরা ২ দিন আগে রাষ্ট্রপতি ভবনে একটি প্রাতরাশ বৈঠকে যোগ দেন, দুষ্যন্তও ছিলেন তাতে। তাঁর কাছাকাছি যাঁরা আসেন, তাঁরা সকলেই এখন কোয়ারান্টাইনে গিয়েছেন। এঁদের মধ্যে প্রথম মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।

এই ৯৬ জন সাংসদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ, গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, কৈলাস চৌধুরী, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রাজ্যবর্ধন সিংহ রাঠোর, হেমা মালিনী, রীতা বহুগুণা, সাক্ষী মহারাজ প্রমুখ। ১৪ তারিখ বসপা সাংসদ আকবর আহমেদ ডাম্পি জন্মদিনের পার্টি দেন, তাতে যোগ দেন দেশের বহু নামীদামী মানুষ ও ভিআইপি।  উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিংহ, কংগ্রেস নেতা জীতীন প্রসাদ, বসুন্ধরা রাজে, দুষ্যন্ত সিংহ প্রমুখ। কণিকা পার্টিকে গেয়েছিলেন, থেকেছিলেন লখনউয়ের মহানগরের শালিমার গ্যালান্ট বহুতলে, ওই বহুতলেরই আর এক বাসিন্দার শরীরে এখন করোনা ধরা পড়েছে। সেখানে তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করেন, ঘুরে আসেন কানপুরে কাকার বাড়িও।

তাঁর এই দায়িত্বজ্ঞানহীন কাজের জেরে যোগী আদিত্যনাথ সরকার লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক প্রকাশকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে, জানাতে বলা হয়েছে, কণিকার পার্টিতে কারা কারা যোগ দিয়েছিলেন। লখনউ, নয়ডা ও কানপুর অর্থাৎ যে সব জায়গায় কণিকা গিয়েছিলেন সেই সব জায়গা সাফসুতরো করার নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ, তাঁর সঙ্গে যাঁদের দেখা হয়, তাঁরা যে যে জায়গায় গিয়েছেন, সব সাফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর