করোনা আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুর, লন্ডন থেকে ফিরে করেছেন পার্টি, সংস্পর্শে এসেছেন ৪০০ পরিবারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত বলিউডের (bollywood) জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। উত্তর প্রদেশের চারজন করোনা আক্রান্তের মধ্যে তিনি একজন। সম্প্রতি তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা। কিছু্দিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু এই খবরটা সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি। কোনও পরীক্ষাও করাননি। উপরন্তু জানা গিয়েছে দেশে ফেরার পর তিন তিনটি পার্টিতেও উপস্থিত ছিলেন কনিকা। লখনউয়ের কিং জর্জস মেডিকাল ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন লন্ডনে ছিলেন কনিকা। গত সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে নিজের ভ্রমণ বৃত্তান্ত জানাননি গায়িকা। জানা যায়, স্বাস্থ্য পরীক্ষাও এড়িয়ে যান তিনি। তারপর লখনউতে একটি পাঁচতারা হোটেলে বন্ধু বান্ধবদের জন্য একটি রাজকীয় পার্টিরও আয়োজন করেন কনিকা। শুধু এই একটি পার্টি নয়, আরও দু দুটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা ও অন্যান্য হেভিওয়েট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি। লখনউতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন কনিকা। এখন স্বাস্থ্য আধিকারিকরা চিন্তায় পড়েছেন ওই অ্যাপার্টমেন্টের বাকি পরিবারগুলিকে কীভাবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা যায় বা স্বাস্থ্য পরীক্ষা করা যায়। চিন্তা আরও বাড়িয়েছে পার্টিতে উপস্থিত থাকা গণমান্য ব্যক্তিদের সুরক্ষা।

এই প্রসঙ্গে কনিকা কাপুরের বাবা রাজীব কাপুর জানান, লন্ডন থেকে ফেরার পর তিনটি পার্টিতে গিয়েছিলেন কনিকা। সেখানে অন্তত ৩৫০-৪০০টি পরিবারের সংস্পর্শে আসেন তিনি। কনিকার পরিবারের ৬ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা হবে। কনিকার সঙ্গে তাঁরাও আইসোলেশনে রয়েছেন বলে জানান তাঁর বাবা।

তবে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যাওয়ার বিষয়টা একেবারেই উড়িয়ে দেন কনিকার বাবা। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল কিন্তু কিছু ধরা পড়েনি। উত্তপ্রদেশে এই নিয়ে চারজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল। কনিকা কাপুরের খবরটি চিন্তা বাড়িয়েছে দেশবাসীর।

সম্পর্কিত খবর

X