‘পর্দা আছে, গাউন পালটে ফেলুন’, হাসপাতালের চিকিৎসকের বক্তব‍্যের বিরুদ্ধে অভিযোগ কনিকার পরিবারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একাধিকবার পরীক্ষার পরেও এখনও পজিটিভ রয়েছেন বলিউড (bollywood) গায়িকা কনিকা কাপুর (Kanika Kapoor)। জানা গিয়েছে এখনও পর্যন্ত করোনা আক্রান্তই রয়েছেন তিনি। লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু এই খবরটা সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন কনিকা। কোনও পরীক্ষাও করাননি। উপরন্তু জানা গিয়েছে দেশে ফেরার পর তিন তিনটি পার্টিতেও উপস্থিত ছিলেন কনিকা। এই মুহূর্তে সঞ্জয় গান্ধী PGIMS এর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।
বারংবার পজিটিভ রিপোর্ট আসায় স্বাভাবিক ভাবে ভেঙে পড়েছে কনিকার পরিবার। এরই মাঝে তাদের একটি বক্তব‍্যে ফের চাঞ্চল‍্য সৃষ্টি হয়েছে। ওই হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ‘অভব‍্যতা’র অভিযোগ এনেছে গায়িকার পরিবার। জানা গিয়েছে ওই চিকিৎসক কনিকাকে বলেন, ‘ওখানে পর্দা আছে, গাউন পালটে ফেলুন।’। এই কথা শুনে কনিকা নিজেও নাকি স্তম্ভিত হয়ে যান। পালটা প্রতিবাদও করেন তিনি।


প্রসঙ্গত এর আগেও কনিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি হাসপাতালেও তারকাসুলভ আচরণ করছেন। তাঁর ঘরে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। রয়েছে এসি, টিভির বন্দোবস্ত। গ্লুটেন ফ্রি খাবারও দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমানে অভিযোগ করে গিয়েছেন। নানা রকম বায়না করে যাচ্ছেন অভিনেত্রী। তাই চিকিৎসকদের বক্তব্য, এখন তিনি তারকা নন। কনিকার সবার আগে নিজেকে একজন রোগী ভাবা উচিত।

https://www.instagram.com/p/B-VDEeLl5CO/?igshid=1gg2whryzuoem

লন্ডন থেকে দেশে ফেরার পর লখনউতে একটি পাঁচতারা হোটেলে বন্ধু বান্ধবদের জন্য একটি রাজকীয় পার্টিরও আয়োজন করেন কনিকা। শুধু এই একটি পার্টি নয়, আরও দু দুটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা ও অন্যান্য হেভিওয়েট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি। তারপরেই করোনা ধরা পড়ে কনিকার।

সম্পর্কিত খবর

X