নিজেকে নিজে বিয়ে করার পর এবার একা একাই অন্তঃসত্ত্বা! গুঞ্জন নিয়ে মুখ খুললেন কনিষ্কা

   

বাংলাহান্ট ডেস্ক: পরপর দু দুটো ‘সোলোগ‍্যামি’র সাক্ষী রইল ভারত। গুজরাটের মেয়ে ক্ষমা বিন্দুর দেখাদেখি নিজের সিঁথিতেই সিঁদুর পরিয়ে নিজেকে বিয়ে করে নেন অভিনেত্রী কনিষ্কা সোনি (Kanishka Soni)। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই সুখবরটা শেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। আর এবার একা একাই অন্তঃসত্ত্বাও হয়ে গেলেন কনিষ্কা!

তাঁর বিয়ের মতো অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনটাও ছড়িয়ে পড়েছিল সোশ‍্যাল মিডিয়াতেই। কনিষ্কা এখন রয়েছেন মার্কিন মুলুকে। প্রথমে বিষয়টা নিয়ে মুখ বন্ধই রেখেছিলেন তিনি। কিন্তু গুঞ্জন বাড়তে আর বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটে রাখতে পারলেন না কনিষ্কা।

Kanishka Soni
সোশ‍্যাল মিডিয়ায় স্পষ্ট করেই সবটা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘নিজে নিজে বিয়ে করার মতো নিজে নিজে অন্তঃসত্ত্বা হইনি আমি। আমেরিকার সুস্বাদু পিৎজা, বার্গারের জন‍্য একটু ওজন বেড়ে গিয়েছে আমার। তবে আমার এই মরশুমটা বেশ ভালোই লাগছে।’

গত অগাস্ট মাসে নিজেকেই নিজে বিয়ে করার কথা ঘোষনা করেছিলেন কনিষ্কা। এক মাথা সিঁদুর পরে সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন তিনি। কিন্তু তাঁর এই পদক্ষেপ ভাল ভাবে নেননি অনেকেই। ভারতীয় সংষ্কৃতিকে অপমান করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে।

তার উত্তরে তিনি লিখেছিলেন, ‘আমি জানি আপনারা আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন তুলছেন। আমি ভারতীয় সংষ্কৃতিতে সত‍্যিই বিশ্বাস করি, আর এটা আমার দৃষ্টিভঙ্গি, তাই আমি একা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

https://www.instagram.com/p/CkrDwB0J-0E/?igshid=YmMyMTA2M2Y=

তিনি আরো লেখেন, ‘বিয়ে শুধু যৌনতা নয়, ভালবাসা আর বিশ্বাস যেটা আমি হারিয়ে ফেলেছি। তাই বাইরের জগতে খোঁজার থেকে একা থাকা আর নিজেকে ভালবাসা অনেক ভাল। তবে আমার পোস্টটি গুগল আর খবরে ট্রেন্ডিং করে তোলার জন‍্য ধন‍্যবাদ। যদিও সেটা আমার উদ্দেশ‍্য ছিল না।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর