বেসরকারি স্কুলে শিশুদের ইসলামিক ‘কলমা’ পাঠ! খবর প্রকাশ্যে আসতেই ছড়াল চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar pradesh) কানপুরে একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের কলমা (মুসলমান ধর্মের মন্ত্র) শেখানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। স্কুলের ভেতর শিশুদের ইসলামিক প্রার্থনা শেখানোর বিষয়টি নজরে আসতেই পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা গিয়েছে বলে খবর। সুত্র মারফত জানা গিয়েছে, স্কুলে কলমা পাঠ করানো হতো শিশুদের। অবশ্য স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের পক্ষ থেকে হিন্দু, ইসলাম সহ অন্যান্য সকল ধর্মের প্রার্থনাই করানো হতো।

উত্তরপ্রদেশের কানপুরে একটি বেসরকারি স্কুলের একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অভিযোগ, স্কুলে ইসলামিক প্রার্থনা শেখানো হতো শিশুদের। পরবর্তীতে বাড়িতে অধ্যায়ন করার সময় বিষয়টি সর্বপ্রথম নজরে আসে এক অভিভাবকের। এরপরই স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর পাশাপাশি এলাকায় বিজেপি এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের কাছে অভিযোগ জানান তিনি। বর্তমানে স্কুল প্রশাসন দাবি করেছে যে, হিন্দু, ইসলাম, খ্রিষ্টান ও শিখ সকল ধর্মের প্রার্থনাই শেখানো হতো বিদ্যালয়ে।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক জানান, “স্কুল থেকে ফেরার পর আমাদের বাচ্চা ইসলামিক প্রার্থনা করা শুরু করে। এই বিষয়টি নজরে আসার পরেই বিদ্যালয়ে গিয়ে সম্পূর্ণ ব্যাপার প্রসঙ্গে নালিশ জানানো হলেও স্কুল কর্তৃপক্ষ তা মানতে চায় নি।” সূত্রের খবর, এই অভিযোগটি সামনে আসার পর বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনের কাছে অভিযোগ জানান অভিভাবকেরা। পরবর্তীতে প্রশাসনের কাছে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়। অভিযোগ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম নয়, হিন্দু, শিখ এবং খ্রিস্টান সকল ধরনের প্রার্থনাই শেখানো হয়। তবে বর্তমানে বেশ কিছু নালিশ আসার পরে আমরা ইসলামিক ‘কলমা’ পাঠ নিষিদ্ধ করেছি।”

প্রশাসনের তরফে বর্তমানে পরিস্থিতি শান্ত করা গিয়েছে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, “আমাদের কাছে সম্প্রতি একটি অভিযোগ এসেছে যে, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ইসলামিক পাঠ করানো হচ্ছে। এর পরই আমরা তাদের সাথে আলোচনা করি এবং বর্তমানে সেই প্রার্থনা নিষিদ্ধ করা হয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর