চলে গেলেন ‘১টাকার ডাক্তার’! চিকিৎসকের শোকে মুহ্যমান কাঁথি এলাকার মানুষ

বাংলাহান্ট ডেস্ক : ঈশ্বর ছাড়া বাঁচানোর ক্ষমতা যদি কারোর থাকে তিনি হলেন চিকিৎসক। চিকিৎসক আমাদের কাছে ঈশ্বরের স্বরূপ। তবে বর্তমানে বহু জায়গায় চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। এসবের মধ্যেও এমন কিছু চিকিৎসক থাকেন যারা সৃষ্টি করেন ইতিহাস। অর্থ নয়, এই চিকিৎসকদের জীবনের মূল ব্রতই সাধারণ মানুষের সেবা।

কিছুদিন আগেই স্বনামধন্য চিকিৎসক সুশোভন ব্যানার্জি প্রয়াত হন। বীরভূমের বোলপুরের পদ্মশ্রী প্রাপ্ত এই চিকিৎসক পরিচিত ছিলেন ‘এক টাকার ডাক্তার’ হিসেবে। সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বহু মানুষ বলেছিলেন তারা ঈশ্বরকে হারালেন। এবার ফের যেন সেই ঘটনার পুনরাবৃত্তি হল। গরিব-দুঃখী মানুষের জন্য নিজের জীবন সঁপে দেওয়া চিকিৎসক মলয় সাহু প্রয়াত হলেন।

আরোও পড়ুন : তুষারধস-তুষারঝড় ভূস্বর্গে! প্রবল শৈত্যপ্রবাহে নাজেহাল এই রাজ্যগুলি, এবার জারি বৃষ্টির সতর্কতা

পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা ছিলেন তিনি। এলাকার মানুষের কাছে এই চিকিৎসক ছিলেন ভগবান। দীর্ঘদিন ধরে মলয় সাহু মাত্র এক টাকার বিনিময়ে চিকিৎসা করে আসছিলেন। তাই কাঁথি এলাকায় তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ‘এক টাকার ডাক্তার’ নামে। কাঁথি শহরের বিখ্যাত চিকিৎসক অজিত সিংহের সাথে সহায়ক হিসেবে প্রথম জীবনে কাজ শুরু করেন মলয় সাহু।

1 rupee doctor 1024x576.jpg

পরবর্তীকালে তিনি নিজের বাড়িতে গরিব মানুষের চিকিৎসার উদ্দেশ্যে খোলেন ‘দুঃখ সেবা সদন।’ কখনো কখনো কারোর কাছ থেকে ভিজিট হিসেবে নিতেন এক টাকা, আবার অনেকের কাছে সেটাও নিতেন না। মলয় সাহুর এই চিকিৎসা কেন্দ্রে দুর্ঘটনার চিকিৎসা থেকে শুরু করে অক্সিজেন, শ্বাসকষ্টের পাশাপাশি অন্যান্য সব ধরনের চিকিৎসা করা হত। ৯৪ বছরে সোমবার নিজের বাড়িতে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর