নানুরে ধুন্ধুমার কাণ্ড, কেষ্ট অনুগামীকে মারধর, দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা কাজল অনুগামীদের

বাংলা হান্ট ডেস্ক : যত এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) নির্ঘণ্ট ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক মহল। শাসকদল, বিরোধী দলের দ্বন্দ্ব তো লেগেই আছে আর তার মাঝেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash)। বীরভূম (Birbhum) জেলার নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড গ্রামে রীতিমত ধুন্ধুমার কাণ্ড। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠদের নাকি মারধর করেছে কাজল শেখের (Kajal Sheikh) দলবল।

কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, এইদিন তারা হঠাৎ করেই মুকুল শেখের বাড়িতে হামলা চালায়। আক্রান্ত ব্যক্তি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে জানা গেছে। মুকুল শেখকে তো বটেই পাশাপাশি তার স্ত্রী সরিনা বিবির গায়েও হাত তোলা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি মুকুলের দুই কিশোরী মেয়ে মহিমা ও মিলিরও মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দু’জনেই এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল বলে খবর।

ঘটনা প্রসঙ্গে মুকুল শেখ জানায়, ‘কাজলের মারমুখী অনুগামীরা বলতে থাকেন তোরা কাজল শেখের দল কেন করবি না? অনুব্রত মণ্ডলের দল কেন করছিস?’ হাসপাতালে শুয়ে তিনি জানিয়েছেন, তাকে মারধর করার পাশাপাশি তার দুই মেয়েকে তুলেও নিয়ে যেতে চেয়েছিল দুস্কৃতিরা। সেই চেষ্টায় সফল না হলেও তার দুই নাবালিকা কন্যাই ভালো রকম চোট পেয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির খেল! একটু পরেই ভাসবে দক্ষিণবঙ্গের এই দুই জেলা, IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল, তার স্ত্রী ও দুই মেয়ে এই মুহূর্তে ভর্তি রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। আক্রান্ত মুকুল বলেন, ‘আমার দুই মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমি বাইরে কোথাও যাইনি। কাজলের ঘনিষ্ঠরা এসে আমার উপর প্রথমে চড়াও হয়। আমাকে শাসাতে থাকে যে, আমি কেন কাজলের দল না করে অনুব্রতের দল করছি। তার পর আমার স্ত্রী ও মেয়েদের মারধর করে। মেয়ে দুটোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কোনও রকমে বাঁচিয়েছি।’

আরও পড়ুনঃ প্রাথমিক মামলায় নয়া মোড়, অভিষেকের সংস্থার আরও সম্পত্তির হদিশ! হাইকোর্টে বোমা ফাটাল ED

1688307306 anubrata mondal vs kajol sheikh lead

বলে রাখা ভালো, আক্রান্ত মুকুল শেখ থুপসারা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। হামলাকারীরাও থুপসুরা অঞ্চলের বাসিন্দা বলেই জানা গেছে। মুকুল শেখের জবানবন্দি থেকে জানা গিয়েছে, থুপসরা অঞ্চলের যুব নেতা শেখ আজাহার, থুপসরা পঞ্চায়েতের উপপ্রধান জামরুল শেখ ও তৃণমূল নেতা আলম শেখের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর