ফের বেসুরো কান্তি, বিস্ফোরক চিঠি পাঠালেন সূর্যকান্তকে

বাংলা হান্ট ডেস্কঃ সিপিএমের একটি স্লোগান আছে, সেটি হল ‘ঝড়ের আগে কান্তি আসে”। এই স্লোগান দেওয়ার একটাই কারণ, সেটি হল রায়দিঘির প্রাক্তন বাম বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায় নিজ এলাকায় কোনও বিপর্যয় হলে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। মানুষের সাহায্য করা থেকে শুরু করে ওনাকে পড়ে থাকা গাছ-গাছালিও কাটতে দেখা গিয়েছে। এবারের নির্বাচনে নিজের চিরাচরিত আসন থেকে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু বাকি সিপিএম প্রার্থীদের মতই তিনি পরাজিত হন।

নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর কান্তিবাবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, বিজেপির মতো অপশক্তিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলায় কোনও ভুল নেই। আর এবার তিনি রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করে দলে বদলের দাবি জানিয়ে সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিলেন।

তবে শুধু খোলনলচে বদলের দাবিই না, একুশের নির্বাচনে বামেদের বিপর্যয়ের মূল্যায়ন করতেও তিনি সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিয়েছেন। কান্তিবাবু জানান, সিপিএমের এমন পরিস্থিতি কেন হল সেটা মূল্যায়ন করা খুব দরকার। দল একসময়ে শুদ্ধিকরণের পথে হেঁটেছিল, এবার সেগুলো নিয়েই পুনর্মূল্যায়ন করতে হবে। তিনি দলের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে বলেম এখনই দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া উচিৎ। আবার শূন্য থেকে শুরু করতে হবে।

যদিও, কান্তিবাবু চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি দলকে কোনও চিঠি দিইনি। যা বলার সবার সামনেই বলেছি। তবে প্রাপ্ত খবর অনুযায়ী, কান্তির দেওয়া চিঠি ইতিমধ্যে সূর্যকান্তের হাতে গিয়ে পৌঁছেছে। বিমান বসুর সঙ্গেও নাকি সেই চিঠি নিয়ে কথা বলেছেন সূর্যকান্তবাবু। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবারই কান্তি গাঙ্গুলির সঙ্গে কথা বলার জন্য আলিমুদ্দিনে ডেকে পাঠিয়েছেন বিমান বসু।

উল্লেখ্য, ফলাফল ঘোষণার পর কান্তিবাবু বলেছিলেন, বিজেপিকে রুখতে আমরা বিহারে লালু প্রসাদের দল RJD-র সঙ্গে জোট করেছি। তামিলনাড়ুতে DMK-র সঙ্গে জোট করেছি। এদের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে সমস্যা কোথায়? তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিবাদ রুখতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির একজোট হওয়ার দরকার। অনেক সময় বৃহত্তর বিপদের সামনে ক্ষুদ্র সমস্যার সঙ্গে আপোস করে নিতে হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর