“বিজেপি নেতারা সকালে রাম মন্দিরের নামে চাঁদা তুলছে, রাতে ওই টাকায় মদ খাচ্ছে”- বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

রাম মন্দির নির্মাণের জন্য ধন সংগ্রহের অভিযান পুরো দেশজুড়ে শুরু হয়েছে। এই অভিযানে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সবথেকে মুখ্য ভূমিকা পালন করছে। অবশ্য বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন ছাড়াও রাজনৈতিক দল বিজেপিকেও এই অভিযানের জন্য কাজ করতে দেখা যাচ্ছে। রাম মন্দির নির্মানের জন্য ধন সংগ্রহের অভিযানকে কেন্দ্র করে এখন এক কংগ্রেস বিধায়ক বিতর্কিত মন্তব্য করে বসেছেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আসলে কংগ্রেসের প্রভাবশালী নেতা ও বিধায়ক কান্তি লাল ভুরিয়া প্রশ্ন তুলেছেন যে বিজেপি নেতারা রাম মন্দিরের জন্য কোটি কোটি টাকা চাঁদা তুলছে সেগুলি কোথায় যাচ্ছে। উনি বিতর্কিত মন্তব্য করে বলেছেন, এরা সকালে চাঁদা তুলছে আর রাতে মদ খেয়ে নিচ্ছে।

ভুরিয়া বলেন, এত এত টাকার হিসেব কারোর কাছে নেই। কোথায় যাচ্ছে টাকা? ওরা দিনের বেলা টাকা সংগ্রহ করতে নামছে এবং রাতের বেলা ওই টাকায় মদ্যপান করছে। ভুরিয়া আরো বলেন, আমি সকলের কাছে আবেদন করছি যে চাঁদা রাম মন্দিরের ট্রাস্ট এ যেন জমা পড়ে অন্য কোথাও নয়।

কংগ্রেস নেতা এবং UPA আমলে মন্ত্রী থাকা কান্তিলাল ভুরিয়ার উপর বিজেপি পাল্টা জবাব দিয়েছে। বিজেপি নেতা রামেশ্বর শর্মা বলেছেন, সব টাকা ট্রাস্ট এ জমা হচ্ছে। একজন বরিষ্ট নেতা হয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে দাবি করেন বিজেপি নেতা। রামেশ্বর শর্মা আরো বলেন, রাম ভক্তদের এইভাবে বদনাম করা ঠিক নয়। এগুলো পাকিস্তানের কাজ।


সম্পর্কিত খবর