‘গৌরী এলো’তে বড়সড় টুইস্ট, হঠাৎ করেই মুখ বদল গুরুত্বপূর্ণ চরিত্রে!

বাংলাহান্ট ডেস্ক: মুখ বদল লেগেই রয়েছে বাংলা সিরিয়ালগুলিতে (Bengali Serial)। শুরু হতে না হতেই একের পর এক চরিত্রে অভিনেতা অভিনেত্রী বদল, এক সিরিয়ালের কলাকুশলী অন‍্য সিরিয়ালে চলে যাওয়া, এতো আকছার ঘটতেই থাকে। সম্প্রতি ‘গৌরী এলো’তেও (Gouri Elo) বদলে গিয়েছে একটি চরিত্রের অভিনেত্রী। হঠাৎ এমন বদলে অবাক দর্শকরাও।

এখনো দু মাসও হয়নি শুরু হয়েছে ‘গৌরী এলো’। জি বাংলার এই নতুন সিরিয়াল শুরুর সপ্তাহ থেকেই সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহেই বেশ ভাল টিআরপি ওঠে এই সিরিয়ালের। ঈশান গৌরীর জুটি অনস্ক্রিন এবং অফস্ক্রিনেও মন জয় করেছে দর্শকদের।

000000104e23b01b2132447193ac2ef1b21410bf
এর মাঝেই হঠাৎ এক গুরুত্বপূর্ণ চরিত্রের মুখ বদল হওয়ায় হতবাক দর্শকরা। কথা হচ্ছে মাধুরী চরিত্রটিকে নিয়ে। সিরিয়ালে ঈশানের কাকিমা মাধুরীর ভূমিকায় অভিনয় করছিলেন কন‍্যাকুমারী মুখোপাধ‍্যায় (Kanyakumari Mukherjee)। খল চরিত্রে সঠিক পরিমাণে হাস‍্যরস মিশিয়ে অভিনয় করছিলেন তিনি।

খুব কম সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল চরিত্রটি। কিন্তু হঠাৎ করে তিনি সিরিয়াল ছেড়ে দেওয়ায় এখন এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুজাতা দাঁ কে। জানা গিয়েছে, অন‍্য সিরিয়ালে অভিনয়ের জন‍্য গৌরী এলো তে সময় দিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই শেষমেষ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।

76444435
গৌরী এলো সিরিয়ালের গল্প কিছুটা দৈবিক বিষয়বস্তু নিয়ে। নায়িকা গ্রামের মেয়ে গৌরী। মা কালীর সঙ্গে তার বিশেষ সখ‍্যতা। আসলে মায়েরই অংশ সে। তাই মাকে নিজের বন্ধু মনে করে সমস্ত সুখ দুঃখের কথা খুলে বলে গৌরী।

IMG 20220504 191257
অন‍্যদিকে নায়ক ঈশান পেশায় একজন চিকিৎসক। ঘোর নাস্তিক ঈশানের বাড়িতে ঘোমটা কালীর জাঁকজমক করে পুজো হলেও সেদিকে বিন্দুমাত্র উৎসাহ নেই তার। অথচ সিরিয়ালের গল্প অনুযায়ী, ঈশান হল স্বয়ং মহাদেবের অংশ। শিব ও শক্তির মিলন ঘটবেই, এ অনিবার্য। তেমনি অনেক বাধা বিপত্তি সত্ত্বেও গৌরীর সঙ্গে বিয়ে হয়েছে ঈশানের।

গ্রামের সহজ সরল মেয়ে গৌরী ঈশানের সঙ্গে শহরে এসেছে। শহরের কায়দা কানুন সম্পর্কে তার তো কোনো ধারনাই নেই। তাই প্রথম দিন থেকেই গৌরীর কাণ্ড দেখে মাথায় হাত পড়েছে ঈশানের পরিবারের। অনেকেই তাকে পছন্দ করলেও শৈল মা সহ আরো কয়েকজন গৌরীকে বাড়িছাড়া করতে পারলে বাঁচেন। যদিও স্বামী ঈশানকে পাশে পেয়েছে গৌরী।


Niranjana Nag

সম্পর্কিত খবর