বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের টাকা এবার ঢুকে গেল এক মাছ ব্যবসায়ীর অ্যাকাউন্টে। ছাত্রীর পরিবার সেই টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে ব্যবসায়ী। এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত হরদম নগর এলাকায়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিকিতা চৌধুরী দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। এই বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বাবা কৃষিকাজের সাথে যুক্ত। নিয়ম অনুযায়ী রিকিতা কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিল। কিন্তু রিকিতার বদলে কন্যাশ্রী সেই টাকা ঢোকে তালসুর গ্রামের মাছ ব্যবসায়ী দেবেন মহালদারের অ্যাকাউন্টে।
ঘটনা জানতে পারলে রিকিতার পরিবার যোগাযোগ করেন দেবেন বাবুর সাথে। প্রথমে দেবেন বাবু টাকা ফেরত দেওয়ার কথা জানালেও পরবর্তীতে তা দিতে অস্বীকার করেন। এরপর রিকিতা দারস্থ হয় জেলা প্রশাসন ও পুলিশের। অভিযোগ জানানো হয় থানায়। কীভাবে কন্যাশ্রী টাকা অন্য একজন পুরুষ ব্যবসায়ীর অ্যাকাউন্টে চলে গেল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ঘটনা সামনে আসার পর সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। এটা ভুল না। দালালচক্র রয়েছে এর পিছনে। হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখা হবে। ন্যায্য মানুষই টাকা পাবেন।
এই ঘটনায় রিকিতা বলেছেন, কীভাবে কন্যাশ্রীর টাকা একজন ছেলের অ্যাকাউন্টে ঢুকল? আমি আমার হকের টাকা দাবি করছি। অন্যদিকে রিকিতার বাবা বলেছেন, আমার তিন সন্তান। কৃষি কাজ করি আমি। অত্যন্ত গরিব। আমার মেয়ে যাতে তার ন্যায্য টাকা পায় সেই দাবি জানাচ্ছি।