দুর্গাপুজো, কন্যাশ্রী, সবুজশ্রী সহ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির প্রদর্শন হবে লাস ভেগাসে

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সংস্কৃতির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয় বাংলাকে বিশ্বের দরবারে বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হওয়া বিভিন্ন প্রকল্পগুলিও সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে প্রর্দশিত হবে।

জানা গিয়েছে, ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্সে তৃণমূল সুপ্রিমোর স্বপ্নের প্রকল্পগুলির মূল্যায়ন করা হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, কন্যাশ্রী, সবুজশ্রী সহ স্কচ অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পগুলিকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লাস ভেগাসের মঞ্চে। শিল্পে রাজ্যের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি প্রদর্শন করা হবে।

এর পাশাপাশি সেই মঞ্চে ঠাঁই পাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার ঐতিহ্যকে যা ইতিমধ্যেই UNESCO-র তরফে বিশেষ ভাবে স্বীকৃতি পেয়েছে। দুর্গাপুজোর ভিডিও, রেড রোড কার্নিভ্যালের ভিডিও দেখানোরও বিশেষ বন্দোবস্ত করা হবে প্রদর্শনীতে। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসবে বাংলা সিনেমার ইতিহাসও। সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পাশাপাশি প্রিন্ট নষ্ট হয়ে যাওয়া পুরনো দিনের বেশ কিছু বিখ্যাত সিনেমারও ডিজিটাল প্রিন্টের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, প্রবাসী বাঙালীদের কাছে বাংলার সংস্কৃতিকে কিছুটা হলেও ফিরিয়ে দেওয়া এবং সেইসাথে বিদেশ বিভুঁইতে বাংলার কৃষ্টিকে তুলে ধরার লক্ষ্যেই তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে, বাংলার দুর্দান্ত উন্নয়নের হাত ধরেই রাজ্যের পর্যটনে লগ্নির সম্ভাবনা আরও বাড়বে বলেই ওয়াকিবহাল মহলের তরফে মনে করা হচ্ছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর