বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য রইল একটি সুখবর। আজ সকল মানুষদের জন্য আমরা নিয়ে এলাম একটি সুবর্ণ চাকরির সুযোগ। চলুন দেখে নেওয়া যাক, কিভাবে এবং কবে এপ্লাই করলে আপনার সুযোগ পাবেন এই আকর্ষণীয় চাকরির।
বর্তমান চাকরির বাজার যে খুব একটা ভালো নয়, তা বলতে হয়। একাধিক মানুষ বেকার, ঘর চালানোর মতো টাকার অভাব। এর মাঝে এই চাকরির সুযোগ যে নতুন করে আশার সঞ্চার করবে সকল মানুষের মধ্যে, তা বলা যায়। জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে শুরু হতে চলেছে শূন্য পদে একাধিক নিয়োগ। জানা যাচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের জন্য ডেটা ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে সরকার এবং এখানে মোট শূন্যপদ তিনটি। তা যথাক্রমে জলপাইগুড়ির বানারহাট, রায়গঞ্জ ও ক্রান্তি। এই পদে আপনারা মাসিক 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য।
আপনি যদি শিক্ষাগত যোগ্যতার কথা ভেবে থাকেন তবে বলতে হচ্ছে, আপনাকে এই চাকরি পাওয়ার জন্য যে কোন বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়া আরো কিছু দক্ষতার প্রয়োজন, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর ওপর একটি সার্টিফিকেট এবং প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করার দক্ষতা। আর অবশ্যই জলপাইগুড়ির বাসিন্দা হতে হবে। এছাড়া এই কাজে আপনার ডেটা এন্ট্রি সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে অধিক গুরুত্ব পাবেন। তবে ফ্রেশাররাও এই পদে আবেদন করতে পারেন।
কন্যাশ্রী প্রকল্পে চাকরি পাওয়ার জন্য লিখিত এবং কম্পিউটার পরীক্ষা আপনাকে দিতে হবে এবং এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে। জানিয়ে রাখা ভালো, আগামী 30 শে মার্চ আবেদনের শেষ তারিখ এবং এছাড়াও আরও কোন তথ্য জানতে হলে আপনারা এই লিঙ্কে গিয়ে জানতে পারেন। লিঙ্কটি হলো: http://www.jalpaiguri.gov.in। আবেদনকারীরা তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়স ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ অন্যান্য যাবতীয় তথ্য জলপাইগুড়ির জেলাশাসক অফিসের সেকেন্ড ফ্লোরে গিয়ে কন্যাশ্রী বিভাগের ড্রপবক্স-এ জমা দিতে পারেন।