“হার্দিক দলের সম্পদ, কিন্তু ভারতের সেমিফাইনালে ওঠার সুযোগ কেবলমাত্র ৩০ শতাংশ”, মন্তব্য কপিল দেবের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কপিল দেবকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। নতুন বল হাতে তার সুইং একসময় বিশ্ব ক্রিকেটের সেরা তারকাদের মনে ভীতির সঞ্চার করত। আর যখন তিনি ব্যাট হাতে নামতেন তখন বিপক্ষ দলের বলেন না চিন্তায় পড়ে যেতেন যে কিভাবে রানের গতি আটকানো যায়। এহেন কপিল দেব, সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় সফল হওয়ার সম্ভাবনা এবং ভারতীয় দলে অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল বলেছেন, “আপনার আর কি দরকার যদি আপনার দলে একজন এমন অলরাউন্ডার থাকে যে বোলিং এবং ব্যাটিং যে কোনও বিভাগে নিজের পারফরম্যান্স দিয়ে ম্যাচ জেতাতে পারেন। ভারতীয় দলে এই মুহূর্তে রয়েছেন হার্দিক পান্ডিয়া যিনি এটা করতে সক্ষম।”

তিনি আরো যোগ করেছেন, “একটা দল কতটা সফল হবে তা নির্ভর করে তাদের হাতে কেমন অলরাউন্ডার আছে তার ওপর। আপনার হাতে একজন অলরাউন্ডার আছে মানে আপনার দলের ব্যাটিং গভীরতা যেমন বাড়ছে তেমনি আপনি প্রয়োজনে একজন ষষ্ঠ বোলারও পেয়ে যাচ্ছেন। সৌভাগ্যক্রমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছে হার্দিক পান্ডিয়ার মতন একজন অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাদেজাও একজন দুর্দান্ত অলরাউন্ডার কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আপাতত দলের বাইরে।”

হার্দিক পান্ডিয়া কে দ্বিতীয় কপিল বলা যায় কিনা এই প্রশ্নের উত্তরে কপিল দেব বলেছেন, “যখন আমরা ক্রিকেট খেলতাম তখন আমাদেরও আইডল থাকতো, যাদের আমরা অনুসরণ করতাম। আমি মনে করি প্রত্যেকেরই এমন পরিশ্রম করা উচিত যাতে নিজের আদর্শ বা যাকে দেখে আপনি ক্রিকেট খেলতে শুরু করেছেন ভবিষ্যতে তাকে ছাড়িয়ে যেতে পারেন।”

যদিও দলে হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডার থাকলেও ভারতকে বিশ্বকাপের জন্য ফেভারিট মনে করছেন না কপিল। তিনি জানিয়েছেন, “এটা বলা খুবই মুশকিল যে ভারত এই বিশ্বকাপে কত দূর অবধি যাবে। আমার মতে ভারতের কেবল ৩০ শতাংশ সুযোগ রয়েছে সেমিফাইনালের ৪টি দলের মধ্যে সামিল হওয়ার।”

সম্পর্কিত খবর

X