ক্রীড়ামহলে সম্মানিত কপিল দেব, ইস্টবেঙ্গল দিচ্ছে ‘ভারত গৌরব’

বাংলা হান্ট ডেস্ক: ১ আগস্ট সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন কপিল দেব।ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে ভারত গৌরবে সম্মানিত করতে চলেছে ইস্টবেঙ্গল।

জানা যাচ্ছে,ফুটবল আইকন বাইচুং ভুটিয়ার জন্য একটি আনুষ্ঠানিক ফেয়ারওয়েল ম্যাচ করারও পরিকল্পনা হয়েছে লাল-হলুদ শিবিরের।তার পাশাপাশি সম্মানিত করা হবে কপিল কে।বাইচুং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, ক্লাব ফুটবল থেকে এখনও সরকারি ভাবে অবসর ঘোষণা করেনি।

437f0145 f520 40b5 b6ef 7afe1e323fd9প্রসঙ্গত,১৯৯২ সালের ২২ জুন ইস্টবেঙ্গলে সই করেছিলেন কপিল দেব। ছ-দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে ২৭ মিনিট খেলেছিলেন।ক্রীড়ামহলে তিনি এখনও এক উজ্জ্বল নক্ষত্র।

Udayan Biswas

সম্পর্কিত খবর