বাংলা হান্ট ডেস্কঃ 34 বছর আগে ঘটে যাওয়া ভারতীয় ক্রিকেটের এক বিশেষ কাহিনীর কথা তুলে ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ ভেঙ্কসরকার। তিনি জানালেন 1986 সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের সময় হঠাৎই ভারতীয় ড্রেসিং রুমে ঢুকে পড়েন আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিম। কিন্তু তাকে কোনো ভাবেই স্বাগত জানায় নি তৎকালীন ভারত অধিনায়ক কপিল দেব। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক সঙ্গে সঙ্গে দাউদকে ড্রেসিং রুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।
এক সময় ভারতীয় ক্রিকেট দল পুরোপুরিভাবে ডুবেছিল ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিতে। ভারতীয় দলকে সেই পরিস্থিতি থেকে টেনে বের করে আনেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং এক দুর্নীতিমুক্ত ভারতীয় দল গড়ে তোলেন তিনি। তবে দিলীপ ভেঙ্কসরকার জানালেন সৌরভ গাঙ্গুলীর আগে ভারতীয় দল এবং দুর্নীতির মাঝে বাধা হয়ে দাঁড়াতেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব।
দিলীপ ভেঙ্কসরকার জানিয়েছেন, ভারত বনাম পাকিস্তানের সেই ফাইনাল ম্যাচের আগের দিন ভারতের ড্রেসিংরুমে হঠাৎই প্রবেশ করেন দাউদ ইব্রাহিম। তিনি প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে বলেন ফাইনাল ম্যাচে ভারত যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে প্রত্যেক ক্রিকেটারকে তিনি একটি করে গাড়ি উপহার দেবেন। দাউদ ইব্রাহিমের মুখে এমন কথা শুনে তাকে সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক কপিল দেব। তবে দাউদ কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, সেই ম্যাচের গ্যালারিতে উপস্থিত ছিলেন দাউদ ইব্রাহিম।