এশিয়া কাপে নামার আগে ভারতীয় দলে চমক! বিশ্বকাপ নিয়ে BCCI-কে সতর্ক করলেন কপিল দেব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র তিনটে দিন। তারপর এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচ দিয়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দিনে এই টুর্নামেন্টে অভিযান শুরু করতে চলেছেন রোহিত শর্মারা। এশিয়া কাপকে বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য প্রস্তুতির মঞ্চ হিসাবেই দেখছে বেশিরভাগ দলগুলি। এমন পরিস্থিতিতে ভারতীয় দল কেমন একাদশ মাঠে নামবে সেই নিয়েও থাকছে প্রশ্নচিহ্ন।

ভারতীয় স্কোয়াডে অস্বাভাবিকতা:
এশিয়া কাপের জন্য বিসিসিআই ১৭ সদস্যের ভারতীয় স্কোয়াড নির্বাচিত করেছে। আশা করা যায় এর মধ্য থেকে ১৫ জনকে নিয়েই ভবিষ্যতের ভারতীয় দল বিশ্বকাপেও মাঠে নামবে। ১৭ জনকে দলে রাখার কারণ হলো চোট আঘাতের সমস্যা। বেশ কিছু এমন ক্রিকেটার রয়েছেন যারা ছোট সারিয়ে সরাসরি এশিয়া কাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে ২২ গজে ফিরছেন।

কপিল দেবের চিন্তা:
কিন্তু চোট সারিয়ে ফিরতে চলা এই ক্রিকেটারদের নিয়ে চিন্তিত কপিল দেব। ভারতকে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ বুঝতে সাহায্য করা প্রাক্তন অধিনায়ক প্রশ্ন তুলেছেন যদি সদ্য চোট কাটিয়ে ফেরা ক্রিকেটাররা এত বড় মঞ্চের ধকল সামলাতে না পেরে ফেরে ফের চোটগ্রস্থ হন, তাহলে বিশ্বকাপের আগে ভারতীয় দলের বড় ক্ষতি হবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: আচমকাই ভারতীয় দলে ধোনির পরিবর্ত খুঁজে পেলো BCCI! রেকর্ড দেখলে মাথা ঘোরাবে

ম্যাচ প্র্যাক্টিস:
এদিকে সেই ক্রিকেটাররা যদি বিশ্বকাপের পরিকল্পনার অংশ হন, তাদেরকে তাহলে বসিয়ে রাখা যাবে না। এই বিষয়টাও মেনে নিচ্ছেন কপিল দেব। বিশ্বকাপে মাঠে নামার আগে যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাক্টিস প্রয়োজন, সেটা তিনি সরাসরি উল্লেখ করেছেন নিজের সাম্প্রতিক একটি বক্তব্যে। তবে সেরা ক্রিকেটারদের দিয়ে পরিপূর্ণ একাদশের পাশাপাশি ভারতীয় দলকে বিশ্বকাপ জিততে হলে শারীরিকভাবে সবচেয়ে সক্ষম বা ফিট একাদশও মাঠে নামাতে হবে, এমনটাই ধারনা কপিলের।

Shreyas Iyer and KL Rahul

আরও পড়ুন: এশিয়া কাপে কোহলির নামের পাশে রয়েছে এমন ১টি রেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব

দলে ফিরছেন কারা:
শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মত ক্রিকেটাররা বিনা ম্যাচ প্র্যাক্টিসেই এশিয়া কাপের মঞ্চে মাঠে নামবেন। ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও এশিয়া কাপে মাঠে ফিরছেন কিন্তু তিনি আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিয়েছেন কিছু মাত্রা অবধি। এখন দেখার যে বড় মন চায় নিজেদের যোগ্যতা ও ফিটনেসের প্রমাণ তারা দিতে পারেন কিনা।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর