“মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তবুও….”, আবেগপ্রবণ হয়ে বন্ধুর উদ্দেশ্যে বার্তা কপিলের! জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অংশুমানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন প্রত্যেকেই। তবে, এবার অংশুমানের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। যেখানে তিনি জানিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে সব ধরণের সাহায্য করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।

সতীর্থকে সাহস দিলেন কপিল দেব (Kapil Dev):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অংশুমান গায়কোয়াড়ের শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসার পর সাহায্যের হাত বাড়িয়েছেন কপিল (Kapil Dev)। এদিকে, ইতিমধ্যেই BCCI-এর তরফে ১ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি BCCI সচিব জয় শাহ অংশুমান গায়কোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন এবং সব ধরণের সাহায্যের আশ্বাস দেন।

কি জানিয়েছেন কপিল দেব: সম্প্রতি কপিল দেব (Kapil Dev) তাঁর একটি বিশেষ ভিডিও বার্তায় পুরনো স্মৃতি রোমন্থন করে অংশুমানের উদ্দেশ্যে জানিয়েছেন, “হাই অংশু, তুমি কি একটা কঠিন পর্বের মধ্যে দিয়ে এখন চলেছো সেটা আমি জানি। কিন্তু এটাতে কিছু যায় আসে না। কারণ, আমরা সকলেই জীবনের কঠিন পর্যায় পার করেছি। আমার সব ভালো দিনগুলি মনে আছে। আমি যখন প্রথম খেললাম তখন তুমি আমার অধিনায়ক ছিলে। আমার মনে রয়েছে যে আমি যখন দলের অধিনায়ক হলাম তখন তুমি জলন্ধরে পাকিস্তানের বিরুদ্ধে ২০০ রান করেছিলে। তাই আমাদের ভালো স্মৃতি রয়েছে।”

আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের “অ্যানিভার্সারির” আগে ISRO দিল সুখবর! জানলে গর্বে ফুলে উঠবে বুক

কপিল (Kapil Dev) আরও বলেন যে, “খারাপ সময় আমাদের প্রত্যেকের আসে এবং তা চলে যায়। কিন্তু তুমি একজন যোদ্ধা। তুমি সব সময় সুখে থেকো এবং ঈশ্বর তোমাকে যা দিয়েছে তা নিয়ে বাঁচার চেষ্টা করো। আমি চাই তুমি দ্রুত ভালো হয়ে যাও। আমাদের সকলকে একদিন যেতে হবে, কিন্তু তুমি তোমার লড়াইটা চালিয়ে যাও। যেভাবে ক্রিকেট মাঠে তুমি লড়াই করতে। আমরা শীঘ্রই দেখা করব। সেখানে আমাদের আড্ডা হবে। আমাদের আরও একটি ভালো সময় আসছে। সমস্ত ক্রিকেট সম্প্রদায় তোমার সাথে আছে। আমরা তোমার জন্য গর্বিত। আমরা হতাশ হবো না। নিজের যত্ন নাও।”

আরও পড়ুন: শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা” পেল Reliance

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অংশুমান গায়কোয়াড়ের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে সাহায্য করার উদ্দেশ্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) থেকে শুরু করে সন্দীপ পাটিলের মতো প্রাক্তন ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। পাশাপাশি, তাঁরা BCCI-কে গায়কোয়াড়কে সাহায্য করার জন্য আবেদন করেন। তারপরেই BCCI ১ কোটি টাকার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি গায়কোয়াড়ের প্রাক্তন সতীর্থ মহিন্দর অমরনাথ থেকে শুরু করে সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, মদন লাল, রবি শাস্ত্রী এবং কীর্তি আজাদরাও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর