বিশ্রাম নয়, দল থেকে ছেঁটেই ফেলা হয়েছে বিরাট কোহলিকে, ধারণা কপিল দেবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ধীরে ধীরে এগিয়ে আসছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেলেছে ভারতীয় দল। একাধিক ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখা হয়েছে। এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মোটামুটিভাবে বিশ্বকাপের জন্য একটি নির্দিষ্ট দল বুঝে নেওয়ার ভাবনা ছিল নির্বাচকদের। কারণ এশিয়া কাপে নির্বাচকরা সেই দলটি খেলাতে চলছে যারা বিশ্বকাপের মাটিতে ভালো পারফরম্যান্স করতে পারবে।

<span;>কিন্তু নির্বাচকদের সেই পরিকল্পনায় কিছুটা বাধা প্রদান করেছেন বিরাট কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তারকা সমস্ত ক্রিকেটারকে দলে রাখলেও বিরাট কোহলি নিজে বিশ্রাম চেয়ে নিয়েছেন। জস্পৃত বুমরা কে নিয়ে বিসিসিআই ঝুঁকি নিতে চায় না তাই তাকেও এশিয়া কাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তার বিশ্বকাপের দলে থাকা একপ্রকার নিশ্চিত। বিরাট কোহলি বর্তমানে চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন এই ওয়েস্ট ইন্ডিজ সফর তার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারতো। কিন্তু শোনা যাচ্ছে নিজেই বিশ্রাম চেয়েছেন তিনি।

<span;>যদিও গোটা ঘটনাটিকে অন্যরকম ভাবে দেখছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। তিনি মনে করেন যে বিরাট কোহলি নিজে বিশ্রাম নেননি বা নির্বাচকরাও তাকে বিশ্রাম দেননি। আসলে অফফর্মের কারণে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে বিরাট কোহলিকে। এর আগেও বিরাট কোহলিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া উচিত কিনা তা নিয়ে মন্তব্য করেছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।এবার তার এই নতুন মন্তব্য যে নতুন করে বিতর্ক তৈরি করবে তা নিয়ে সন্দেহ নেই।

<span;>কপিল দেব বলেছেন, “আমি বুঝতে পারছি নির্বাচকদের জন্য কাজটা সহজ ছিল না। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় নাম। তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে এই ঘোষণা বড় রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত। তার বদলে বিশ্রাম দেওয়া হয়েছে এই ধারণা বরং বিতর্ক কমাতে সাহায্য করে।” কপিল দেবের এই ধারণা নিয়ে অবশ্য এখনও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি স্বয়ং কোনো মন্তব্য করেননি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর