“ভালো খেলছে, কিন্তু….” ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কপিল দেব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যাশমতেই বিশ্বকাপের শুরুর দিকে ভালো ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এখনো পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছে ভারত, কিন্তু তাতেই বেশিরভাগ ক্রিকেটার নিজের দক্ষতার প্রদর্শন করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে বেশিরভাগ ক্রিকেটাররা নিজের কাজটা যথাযথ ভাবে করতে পেরেছেন। আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একটা খাতায়-কলমের দুর্বল দলের বিরুদ্ধে যেভাবে জয় পাওয়া উচিত প্রায় সেভাবেই জয় পেয়েছে ভারত।

কিন্তু কিছু চিন্তার ব্যাপারে দুটি ম্যাচেই দেখা গিয়েছে। ভারতীয় দল দুটি ম্যাচেই এক জাতীয় কিছু ভুলের পুনরাবৃত্তি করেছে। সেই ভুলগুলি যদি বড় ম্যাচে ফের পুনরাবৃত্তি করে ভারতীয় দল প্রথম দিকের দুর্দান্ত পারফরম্যান্সের আর কোনও মানে থাকবে না।

এবার এই বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন ভারতীয় দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে যত রান তুলেছিল, তার চেয়ে আরও বেশি কিছু রান তোলার প্রয়োজন ছিল সেই ম্যাচে। সেই সঙ্গে দুই ম্যাচেই শেষের দিকের ওভারগুলোতে ভারতীয় দল কিছু অপ্রয়োজনীয় রান প্রতিপক্ষকে উপহার দিয়েছে। ভারত জিতে চলেছে ঠিকই কিন্তু এই স্বভাবগুলি বজায় থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

Rohits team india

তিনি সেইসঙ্গে বিরাট কোহলির প্রশংসা করেছেন। তার মতে বিরাট কোহলির একজন অ্যাঙ্কারের ভূমিকা পালন করা উচিত কারণ তিনি যেমন ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেন তেমনি প্রয়োজনে রানের গতি বাড়াতে বড় শটও খেলতে পারেন। তাই তার শেষ অবধি থাকা প্রয়োজন।

সেই সঙ্গে সূর্যকুমার যাদবের প্রশংসা করে তাকে বড় ম্যাচগুলিতে আরো বেশি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পরামর্শ দিয়েছেন কপিল। লোকেশ রাহুলের এবার প্রত্যাশা পূরণ করার সময় এসে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে পরিণতিবোধ আশা করছেন কপিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর